সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে লঙ্কানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায়। দুই দল এখন পর্যন্ত মোট ৭১টি ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। জয়ের পাল্লা ভারি প্রোটিয়াদেরই। তারা জয় পেয়েছে মোট ৩৯টি ম্যাচে।
আর লঙ্কানরা জয় পেয়েছে ৩১টি ম্যাচে। ফলে পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে প্রোটিয়ারা। এদিকে সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও তাঁর কাছ থেকে এমন একটি ইনিংস চাইবে প্রোটিয়ারা। সিরিজের প্রথম ম্যাচে ৭২ বলে ৮১ রানের ইনিংস খেলে অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছিলেন ডি কক। এই ম্যাচেও তাঁর কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২৬ রানের বিনিময়ে লঙ্কানদের ৩ উইকেট নিয়েছিলেন ইমরান তাহির। তাছাড়া, পেসার লুঙ্গি এনগিদিও দারুণ ফর্মে আছেন। তাই বোলিং ইউনিট নিয়ে নিশ্চিন্ত প্রোটিয়ারা।
এদিকে, প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন লঙ্কান ব্যাটসম্যান অশাদা ফার্নান্দো। কুশাল মেন্ডিস ৬০ রান করে প্রথম ম্যাচে লঙ্কানদের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন।
তাছাড়া ডি সিলভার ৩৯ রান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তাদের কাঁধেই থাকবে লঙ্কানদের ইনিংস গড়ার দায়িত্ব। প্রথম ম্যাচে লঙ্কানদের বোলিং আক্রমণ কোনো প্রভাবই ফেলতে পারেনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ফর্মে ফেরাই হবে লঙ্কানদের মূল লক্ষ্য।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), লক্ষন সন্দাকান/ ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), উপুল থারঙ্গা, কুশাল পেরেরা, ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, অ্যানরিক নর্টেজ, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি, রেজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভ্যান ডার ডুসেন।