promotional_ad

কুলদীপ-বিজয়ের দুর্দান্ত বোলিংয়ে জিতল ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভিরাট কোহলির দল।ভারতের দেয়া ২৫১ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে কুলদীপ যাদভ ও বিজয় শঙ্করের দুর্দান্ত বোলিংয়ে ২৪২ রানে গুটিয়ে গেছে অজিদের ইনিংস।


মাঝারি লক্ষ্যের জবাবে দারুণ শুরু পায় অজিরা। ওপেনিং জুটিতে ৮৩ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খাওয়াজা। ৩৭ রান করা ফিঞ্চকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন কুলদীপ যাদভ।


এরপর বেশিক্ষণ টিকতে পারেননি খাওয়াজাও। তিনি ৩৮ রান করে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন কেদার যাদভের বলে। দারুণ শুরু করেছিলেন শন মার্শ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।


মাত্র ১৬ রান করে তিনি জাদেজার শিকার হয়েছেন। এই ম্যাচে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৪ রান করে কুলদীপের দ্বিতীয় শিকার হয়েছেন।


হ্যান্ডসকম্ব দারুণ ইনিংস খেলে দলের রানের চাকা সচল রেখেছিলেন। রান আউটে কাঁটা পড়লে তাঁর ৪৮ রানের ইনিংস থামে। হ্যান্ডসকম্ব ফিরে যাওয়ার পরই শুরু হয় অজি ব্যাটসম্যানদের আসা যাওয়া।



promotional_ad

এরপর দ্রুতই ফিরে গেছেন অ্যালেক্স ক্যারে (২২), কোল্টার নিল (৪) ও প্যাট কমিন্স (০)। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মার্কুস স্টইনিস।


শেষ দিকে তিনি ৫২ রান করে বিজয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। এরপর জাম্পা ২ রান করে বোল্ড হলে ২৪২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে কুলদীপ একাই নিয়েছেন ৩ উইকেট। অজিদের শেষের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন বিজয়।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ঘরের মাঠে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ‘ডাক’-এর মুখ দেখে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৭৫ রানের মধ্যে শিখর ধাওয়ান আর অম্বতি রাইড়ু ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি।


তিনি ৪৮ ওভার পর্যন্ত খেলেছেন। ১০ চারে মোট ১২০ বলে ১১৬ রান করে প্যাট কামিন্সের শিকার হওয়ার আগে বিজয় শংকরকে নিয়ে চতুর্থ উইকেটে ৮১ রান যোগ করেন তিনি। এরপর সপ্তম উইকেটে জাদেজাকে নিয়ে আরেকটি জুটি গড়েছেন তিনি।


সপ্তম উইকেটে তারা দুজনে যোগ করেছেন ৬৭ রান। কোহলি ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই বড় রান গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে বিজয়ের ব্যাট থেকে। আগের ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ধোনি।


৯ বছরের মধ্যে এই প্রথম তিনি গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন। ফলে ৪৮.২ ওভারে ভারত অল আউট হয় ২৫০ রানে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার প্যাট কামিন্স। ২ উইকেট লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। ১টি উইকেট গেছে কোল্টার নিল, লিন ও ম্যাক্সওয়েল।



সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ২৫০/১০ (৪৮.২)


(কোহলি ১১৬, বিজয় ৪৬; কমিন্স ৪/২৯)


অস্ট্রেলিয়াঃ ২৪২/১০ (৪৯.৩ ওভার)


(স্টইনিস ৫২, হ্যান্ডসকম্ব ৪৮; কুলদীপ ৩/৫৪, বিজয় ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball