রাতে প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি উইন্ডিজ -ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিক উইন্ডিজের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় দুই দল একে অপরের মোকাবেলা করবে।
টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিক উইন্ডিজ। এরপর দুই দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে। সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
এবার টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামছে দুই দল। সাম্প্রতি পারফর্মেন্সের বিচারে দুই দলই ফ??ভারিটের তকমা গায়ে নিয়ে সিরিজ শুরু করবে। তবে পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে উইন্ডিজ।

টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ইংলিশরা জয় পেয়েছে চার ম্যাচে। আর ১১ ম্যাচে জয় পেয়েছে উইন্ডিজ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উইন্ডিজ।
সামনেই বিশ্বকাপ। সেই কথা চিন্তা করে ইংল্যান্ড দল এই টি-টুয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে দুই তারকা বেন স্টোকস ও জস বাটলারকে। এদিকে, এই সিরিজে উইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার।
নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট দলে থাকলেও তাঁর উপর থেকে চাপ কমানোর জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে হোল্ডারকে। তাছাড়া, ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেললেও হাঁটুর চোটের কারণে টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।
উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, শেল্ডন কটরেল, ওশেন থমাস।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): আলেক্স হেলস, স্যাম বিলিংস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো ডেনলি, টম কুরান, ক্রিস জর্ডান, আদিল রশীদ, ডেভিড উইলে।