promotional_ad

ডিপিএল টি টুয়েন্টির পুরষ্কার তালিকা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

 


|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শেষ হল দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসের প্রথম টি-টুয়েন্টি আসর। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের ছাড়া ভালই রঙ ছড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টি টুর্নামেন্ট।


নিজেদের সেরাটা ঢেলে দিতে পেরেছেন অনেক ক্রিকেটারই। আসরে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।


ব্যাটে হাতে চার ম্যাচে ১০৭ রান এবং বল হাতে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ফরহাদ। ট্রফির পাশাপাশি বাংলাদেশী টাকায় ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হয়েছে তাঁকে।


এছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও পেয়েছেন ফরহাদ। আর আসরে তিন ম্যাচে ১২৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন প্রাইম ব্যাংকের রুবেল মিয়া।



promotional_ad

আসরে সর্বোচ্চ ১১ টি ছক্কা হাঁকিয়েছেন শাইনপুকুরের শুভাগত হোম। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার পাচ্ছেন তিনি। আসরে তিন ম্যাচে পাঁচটি ক্যাচ লুফে নিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন প্রাইম ব্যাংকের আরিফুল হক।


এছাড়া উদীয়মান ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন শাইনপুকুরের তৌহিদ হৃদয়। আর উদীয়মান বোলারের পুরস্কার পেয়েছেন বিকেএসপির সুমন খান। টুর্নামেন্ট সেরার পুরস্কার বাদে সবাই পেয়েছেন ১৫ হাজার টাকা করে।  


পুরষ্কারের তালিকাঃ


রুবেল মিয়াঃ সর্বোচ্চ রান সংগ্রাহক- ১৫ হাজার টাকা 


ফরহাদ রেজাঃ সর্বোচ্চ উইকেট শিকারি- ১৫ হাজার টাকা


ফরহাদ রেজাঃ টুর্নামেন্ট সেরা- ৩০ হাজার টাকা



সুমন খানঃ উদীয়মান বোলার- ১৫ হাজার টাকা


তৌহিদ হৃদয়; উদীয়মান ব্যাটসম্যান- ১৫ হাজার টাকা


শুভাগত হোমঃ সর্বোচ্চ ছয়- ১৫ হাজার টাকা


আরিফুল হকঃ সেরা ফিল্ডার- ১৫ হাজার টাকা



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball