ফাইনালের সেরাঃ ইমতিয়াজ হোসেন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর প্রথম আসরে দলকে জেতাতে ফাইনালের দিনে অসাধারণ এক ইনিংস খেলেছেন শেখ জামালের ওপেনার ইমতিয়াজ হোসেন।
আরাফাত সানির বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৪৪ বলে ৫৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। নির্বাচিত হয়েছেন ফাইনালের সেরাও।

দারুণ এই ইনিংসে ছিল ছয়টি চার এবং দুইটি ছক্কার মার। তাঁর ইনিংসে ১৫৭ রানের পুঁজি পেয়েছে শেখ জামাল, আর মাঝারী রান ডিফেন্ড করে জিতেছে ধানমন্ডির ঐতিহ্যবাহী দলটি।
ফাইনালের আগের তিন ম্যাচে তেমন ভালো পারফর্মেন্স ছিল না ইমতিয়াজের। খেলাঘরের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ৩১ রান।
এরপরে উত্তরা স্পোর্টসের বিপক্ষে খেলেছিলেন ১২ রানের ইনিংস। শাইনপুকুরের বিপক্ষে সেমিফাইনালে তিনি করেছিলেন ১১ রান। এরপরে ফাইনালে তাঁর ব্যাটেই জয় পেয়েছে দল।