promotional_ad

বিশ্বকাপে সব দলের হুমকি উইন্ডিজঃ ব্রাভো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজ বর্তমান দল আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে সব দলের জন্য হুমকি। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী উইন্ডিজ দলের সাবেক অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।


ক্রিস গেইল, জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভোদের সাথে শিমরণ হেটমায়ার, শাই হোপ, ওশানে থমাসদের মতো তরুণ ক্রিকেটাররা দলটিকে অনেক পরিণত করেছে। উন্মুক্ত এবারের একদিনের বিশ্বকাপে যে কোন শক্তিশালী দলের জন্য ভয়ের কারণ হবে উইন্ডিজ দল।



promotional_ad

'আমার বিশ্বাস এই দলটি বিশ্বকাপে সব দলের জন্য হুমকি হবে যেহেতু এবার টুর্নামেন্টটি উন্মুক্ত। যে কোন দল তাদের দিনে ভালো করতে সক্ষম। কিন্তু উইন্ডিজ এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী, কারণ অভিজ্ঞ এবং তারুণ্যের দারুণ মিশেল রয়েছে এই দলে,' দুবাইয়ে বলেছেন ব্রাভো।


ঘরের মাঠে একদিনের ক্রিকেটের এক নম্বর দল ইংল্যান্ডকের সাথে ২-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ সমতায় শেষ করেছে উইন্ডিজ। অসাধারণ ব্যাটিং করেছেন গেইল, ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শাই হোপ এবং হেটমায়ারের মতো তরুণরাও।


বল হাতে ওশানে থমাস, শেলডন কোটরেলরা করেছেন ম্যাচ জয়ী পারফর্মেন্স। উন্নতি করছে উইন্ডিজ দলের তরুণরা। বিশ্বকাপের এরাই বাকি দলগুলোর জন্য ভীতির কারণ হবেন বলে বিশ্বাস দেশের হয়ে ১৬৪ ওয়ানডে খেলা ডুয়াইন ব্রাভো।



'আমাদের কিছু তরুণ ক্রিকেটার আছে যারা খুব ভালো ভাবেই উন্নতি করছে। এটা দেখতে খুব সন্তুষ্টির বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে দল যেভাবে খেলেছে। আমি অধিনায়ক জেসন হোল্ডার এবং অন্যদের সাথে কথা বলেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball