promotional_ad

বাংলাদেশের সামর্থ্য জানা ছিল কিউইদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন নিউজিল্যান্ডের বোলারদের ভুগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজন সেঞ্চুরি তুলে নিলেও দিন শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনের অবশ্য বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আগেই ধারণা ছিল।   


দলের জয়ে উচ্ছ্বসিত কিউই দলপতি জানতেন ম্যাচ জিততে তাঁদেরকে চাপে ফেলতে হতো বাংলাদেশকে। উইকেট থেকে বড় কোন সুবিধা না পাওয়ার কথা মাথায় রেখেই মাঠে নেমেছিল তাঁর দল।


শেষ পর্যন্ত ইনিংস এবং ৫২ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেলেও এই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন টাইগার ব্যাটসম্যান। যে দ্বিতীয় টেস্টে অবশ্যই আত্মবিশ্বাস দিবে সফরকারীদের। স্বাগতিক দলের অধিনায়কও দ্বিতীয় টেস্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। উইলিয়ামসন জানান,  


promotional_ad

'ম্যাচ জিততে পেড়ে খুব ভালো লাগছে, আমরা জানতাম যে বাড়তি কিছু করতে হবে এবং ওদের চাপে রাখতে হবে। উইকেট থেকেও বড় কোন সুবিধা পাওয়ার আশা করিনি। যদিও বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্য সম্পর্কে আগেই ধারণা ছিল আমাদের।' 


'পুরো ম্যাচ জুড়েই বোলাররা অসাধারণ ছিল। ওয়েলিংটন টেস্ট এই টেস্টের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আমাদের আরও ভালো খেলতে হবে এই টেস্টের পারফর্মেন্সের উপর নির্ভর করলে চলবে না।' 


চলতি মাসের ৮ তারিখ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball