promotional_ad

ধোনি-যাদবে জিতল ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হায়দ্রাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদবের ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় ভারত।


২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের (০) উইকেট হারায় ভারত। এরপরে ৭৬  রানের জুটি গড়েন রোহিত শর্মা এবং ভিরাট কোহলি।


কোহলি ৪৪ রানে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে যান রোহিতও। এরপরে দলীয় ৯৯ রানে আম্বাতি রায়ুডুর (১৩) উইকেট হারায় ভারত। সেখান থেকে দলকে জয় পাইয়ে দেন ধোনি-যাদব জুটি।



promotional_ad

ধোনি করেন ৭২ বলে ৫৯ রান। যাদবের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮১ রান। দুটি করে উইকেট নিয়েছেন ন্যাথান কাউন্টার নাইল এবং অ্যাডাম জাম্পা।


এর আগে টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া রানের খাতা খোলার আগেই অধিনায়ক অ্যারন ফিঞ্চের (০) উইকেট হারিয়েছে। সাময়িক বিপর্যয় সামাল দিয়েছেন উসমান খাওয়াজা এবং মার্কাস স্টয়নিস।


খাওয়াজা করেন ৫০ রান। স্টয়নিসের ব্যাটে আসে ৩৭ রান। এরপরে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ৪০ রান আসে ইনফর্ম গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।


শেষদিকে অ্যালেক্স কারির ৩৬ এবং ন্যাথান কাউন্টার নাইলের ২৮ রানের কল্যাণে ৫০ ওভারে সাত উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং কুলদিপ যাদব।



সং??্ষিপ্ত স্কোরঃ-


অস্ট্রেলিয়াঃ- ২৩৬/৭ (৫০ ওভার)
(খাওয়াজা ৫০, ম্যাক্সওয়েল ৪০; শামি ২/৪৪)
ভারতঃ- ২৪০/৪ (৪৮.২ ওভার)
(যাদব ৮১*, ধোনি ৫৯*; কাউন্টার নাইল ২/৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball