বৃষ্টিতে পরিত্যক্ত আফগান-আইরিশদের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেরাদুনে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিনে আফগানিস্তান ৪৮.৩ ওভার ব্যাট করেছে, এরপরে বৃষ্টি নামায় কিন্তু লক্ষ্য তাড়া করতে নামতে পারেনি আয়ারল্যান্ড।
ম্যাচ পরিত্যক্ত হওয়াটা কিছুটা দুর্ভাগ্যই বলা চলে আফগানদের জন্য। এদিনে রান পেয়েছেন দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান।

উদ্বোধনী জুটিতেই আফগানিস্তান তুলেছে ৯০ রান। ৪৩ বলে পাঁচটি চার ও সমান ছক্কায় ৬৭ রান করেন ওপেনার হজরতউল্লাহ জাজাই।
জাজাই ফেরার পর ব্যক্তিগত ২২ রানে জাবেদ আহমেদী ফিরে যান। এরপরে ৮৭ রানের জুটি গড়েন রহমত শাহ এবং হাশমতুল্লাহ শহিদি। দুইজনই তুলে নেন ফিফটি।
রহমত করেন ৫৪ রান, শহিদির ব্যাটে আসে ৫২ রান। ৪৮.৩ ওভার ব্যাট করে আফগানরা করতে পেরেছে সাত উইকেটে ২৫০ রান। আইরিশদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জর্জ ডকরেল।