বোলারদের ছেড়ে কথা বলে না উইলিয়ামসনঃ ম্যাকমিলান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলার পর কিউইদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের প্রশংসায় ভেসেছেন দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ এই ইনিংসটি খেলার পথে খালেদ, রাহি, মিরাজদের একেবারেই ছাড় দেননি কিউই দলপতি।
বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের থেকেই দ্রুত রান তুলতে সক্ষম উইলিয়ামসন, ম্যাকমিলানের। বোলাররা সামান্য ভুল করলেও তাদেরকে ছাড় দিতে চান না এই কিউই অধিনায়ক উল্লেখ করে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে তিনি বলেছেন,

'সে (উইলিয়ামসন) তাঁর কাজ দারুণভাবে সম্পন্ন করেছে। বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের থেকে সে দ্রুত রান করতে পারে। আর এটি অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেয় আজকের মতো খেলতে। সে ক্রিকেটীয় শট খেলতে পারদর্শী এবং তাঁকে বোলিং করা বেশ কঠিন কারণ সে উইকেটের চতুর্দিকে খেলতে সক্ষম। বোলাররা সামান্য ভুল করলেও সে তাদেরকে ছেড়ে দেয় না।'
যখনই রান করার সুযোগ পেয়েছেন সেটি যথাযথভাবে কাজে লাগিয়েছেন কিউই অধিনায়ক। আর সেই কারণে সাফল্যও ধরা দিয়েছে তাঁর হাতে। তবে দলের বাকি ব্যাটসম্যানদেরকেও কৃতিত্ব দিতে ভোলেননি ম্যাকমিলান। তাঁর ভাষ্যমতে,
'এই সাফল্যের জন্য তাঁকে (উইলিয়ামসন) অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিশেষে আজকে সে এই পর্যায়ে এসেছে। আজকের দিনটি তাঁর জন্য অসাধারণ ছিলো। বাংলাদেশী খেলোয়াড়েরা যখন রান করার সুযোগ দিয়েছিলো সে তা কাজে লাগিয়েছে। জুটির দেখাও পেয়েছিলাম আমরা যেটি নিয়ে কথা বলেছিলাম এর আগে। উইলিয়ামসনের ২০০ দেখাটা দারুণ কিছু ছিলো, তবে অন্যান্য ব্যাটসম্যানদের অবদানও অনস্বীকার্য।'
টেস্টে ৫৩ ব্যাটিং গড়ের মালিক উইলিয়ামসনের প্রশংসা করে ম্যাকমিলার আরও বলেছেন, 'তাঁর টেস্টের ব্যাটিং গড় ৫৩ যেটি একেবারেই আলাদা অন্যদের থেকে। নিউজিল্যান্ড দলে আমাদের এমন কোনও ব্যাটসম্যান নেই যার টেস্টে ব্যাটিং গড় ৫০ এর বেশি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আমরা বেশ খুশি তাঁকে আমাদের দলে পেয়ে।'