'তৃতীয়' ৭০০ রান
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ৭১৫ রানের পাহাড়সম পুঁজি দাঁড়া করিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বিদেশের মাটিতে এই প্রথমবারের মতো প্রতিপক্ষ দলের ৭০০ রান দেখতে হলো সফরকারী বাংলাদেশকে।
এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তিনবার ৭০০ বা তার বেশি রান করলো প্রতিপক্ষরা। তবে আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো দেশের মাটিতে। ২০১৪ সালে সর্বপ্রথম ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৩০ রান করেছিলো সফরকারী শ্রীলঙ্কা।

সেই ম্যাচটিতে ইনিংস এবং ২৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো তারা। বাংলাদেশের বিপক্ষে ৭০০ বা তার বেশি স্কোরের দ্বিতীয় নজিরটিও সেই লঙ্কানদের। গত বছর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭১৩ রান সংগ্রহ করেছিলো লঙ্কানরা। সেবার যদিও বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি ড্রয়ের মুখ দেখেছিলো।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই আশা অনেকটাই ক্ষীণ বাংলাদেশের। কেননা স্বাগতিকদের থেকে এখনও ৩০৭ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। এরই মধ্যে ৪টি উইকেটও খুইয়ে বসেছে তারা। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন বাকি ছয় উইকেটে কতদূর যেতে পারবে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টটির শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে শুধু তামিম ইকবাল ছাড়া আর কেউই ভালো খেলতে পারেননি।
তামিম ১২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের এই রানের জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের পাশাপাশি ১৬১ এবং ১৩২ রানের ইনিংস খেলেন দুই ওপেনার টম লাথাম এবং জিত রাভাল।