promotional_ad

'তৃতীয়' ৭০০ রান

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ৭১৫ রানের পাহাড়সম পুঁজি দাঁড়া করিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বিদেশের মাটিতে এই প্রথমবারের মতো প্রতিপক্ষ দলের ৭০০ রান দেখতে হলো সফরকারী বাংলাদেশকে। 


এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তিনবার ৭০০ বা তার বেশি রান করলো প্রতিপক্ষরা। তবে আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো দেশের মাটিতে। ২০১৪ সালে সর্বপ্রথম ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৩০ রান করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। 



promotional_ad

সেই ম্যাচটিতে ইনিংস এবং ২৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো তারা। বাংলাদেশের বিপক্ষে ৭০০ বা তার বেশি স্কোরের দ্বিতীয় নজিরটিও সেই লঙ্কানদের। গত বছর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭১৩ রান সংগ্রহ করেছিলো লঙ্কানরা। সেবার যদিও বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি ড্রয়ের মুখ দেখেছিলো। 


তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই আশা অনেকটাই ক্ষীণ বাংলাদেশের। কেননা স্বাগতিকদের থেকে এখনও ৩০৭ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। এরই মধ্যে ৪টি উইকেটও খুইয়ে বসেছে তারা। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন বাকি ছয় উইকেটে কতদূর যেতে পারবে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়। 


উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টটির শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে শুধু তামিম ইকবাল ছাড়া আর কেউই ভালো খেলতে পারেননি।



তামিম ১২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের এই রানের জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের পাশাপাশি ১৬১ এবং ১৩২ রানের ইনিংস খেলেন দুই ওপেনার টম লাথাম এবং জিত রাভাল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball