promotional_ad

বাউন্সার থিউরি পেসারদের ক্লান্তির কারণ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও অভিষিক্ত এবাদত হোসেনে সাজানো বাংলাদেশ দলের পেস আক্রমণ থেকে হ্যামিল্টন টেস্টে এখন পর্যন্ত কোনো উইকেট পায় নি বাংলাদেশ। তিনজনই ২০ ওভারের বেশি বল করেছেন। লাইন লেন্থ ধারাবাহিকতার অভাব দেখা গেছে তিন বোলারদের বোলিংয়ে। 


যার কারণে দ্রুত ফুল লেন্থ বোলিং থেকে সরে গিয়ে বাউন্সার থিউরিতে যেতে হয়েছে বাংলাদেশকে। সেটাও কাজে আসেনি। নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা সহজেই সামলেছে টাইগার পেসারদের বাউন্সার। তবে বাউন্সারের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ক্লান্তি ধরা দিয়েছে বাংলাদেশ পেসারদের। 



promotional_ad

'আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। যেভাবে চেয়েছিলাম সেভাবে দিনের শুরু হয়নি। আমরা একটু বেশিই লেগ সাইডে বল করেছি। এরপর আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি। শরীর তাক করা বোলিং করার চেষ্টা করেছি। এরপর শর্ট বোলিংয়ের পরিকল্পনা করেছিলাম। 


'পরিকল্পনাটা কাজে লাগতে পারত। কিন্তু হয়নি। এমন পরিকল্পনা বোলারদের শক্তি শুষে নেয়। আমরা এক প্রান্ত থেকে এমন বোলিং করে যেতে পারতাম, দুই প্রান্ত থেকে না। সত্যি কথা বলতে, বোলাররা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল,' দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন প্রধান কোচ স্টিভ রোডস।


তবে দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৫১ রান করা নিউজিল্যান্ডের প্রশংসা করতে ভুলেননি রোডস। ওপেনার জিত রাভাল অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছেন। আরেক ওপেনার টম ল্যাথাম ফর্ম ধরে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন দিন শেষ করেছেন ৯৩ রানে। 



'নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হয়। ওপেনাররা দারুণ ব্যাটসম্যানরা ভিত্তি গড়ে দিয়েছে গতকাল। আজ সেই ভিত্তিতে দাঁড়িয়ে ইনিংস লম্বা করেছে। টাইমিং দারুণ ছিল তাদের। বল ছেড়েও খেলেছে ওরা। ওরা ওদের ক্লাস দেখিয়ে দিয়েছে। কেন উইলিয়ামসন খুবই দৃঢ়চেতা ব্যাটিং করেছে, এমন ফ্ল্যাট উইকেট ওদের আউট করা কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball