বিগব্যাশের ফর্ম ধরে রাখতে চায় অজিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগেই শেষ হয়েছে বিগব্যাশ লীগ। ভারতের বিপক্ষে সিরিজে এবার সেই বিগব্যাশ লীগের ফর্ম ধরে রাখতে চায় অজি ক্রিকেটাররা।
অধিনায়ক অ্যারন ফিঞ্চ দিয়েছেন এমনই এক বার্তা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগের দিন তিনি জানান,

'টি-টুয়েন্টি সিরিজে সবার বিগব্যাশের ফর্ম দেখানোর সুযোগ এসেছে। ডা'রসি শর্ট বা মার্কাস স্টয়নিসদের মতো ভালো ভালো অপশন আছে আমাদের। তাঁদের সবার বিগব্যাশ লিগটি দারুণ গিয়েছে।'
এদিকে টি-টুয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে এই সিরিজটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন ফিঞ্চ।
'ওয়ানডেতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। বিশ্বকাপের আগে ওয়ানডেতে আরও ভালো করার সুযোগ আমাদের রয়েছে।
'বিশ্বকাপের আগে আমরা দশটির মতো ওয়ানডে খেলব। ভারতের সঙ্গে আমরা তাঁদের ঘরের মাঠেই প্রতিদ্বন্দ্বিতা করব।'