promotional_ad

বোর্ড ও সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ জন আধা সামরিক নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর পাকিস্তানের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। এর উত্তাপ বইছে ক্রিকেটেও।


আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে কথা বলেছেন অনেক সাবেক ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকার ওপর ছেড়ে দিয়েছে বিসিসিআই। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিও বিষয়টি সরকার ও বোর্ডের উপর ছেড়ে দিয়েছেন।



promotional_ad

‘আমাদের অবস্থান পরিষ্কার। জাতি যা করতে বলবে এবং বিসিসিআই যে সিদ্ধান্ত দেবে, সেটাই আসলে আমাদের (দল) মত। সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত দেবে, আমরা তা মেনে চলব এবং সম্মান জানাব। আর এ ব্যাপারে (বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা না খেলা) এটাই আমাদের অবস্থান।’


কোহলির সঙ্গেই সুর মিলিয়েছেন ভারতীয় কোচ। রবি শাস্ত্রী একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে বোর্ড ও সরকারের ওপর।


‘সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মানব। বিষয়টি আসলে বিসিসিআই ও সরকারের ওপর নির্ভর করছে। কারণ, কী ঘটছে, সেটি তারা জানে এবং সিদ্ধান্ত তারাই নেবে। আমরা তা অনুসরণ করব। সরকার যদি বলে, বিষয়টি সংবেদনশীল, বিশ্বকাপে তোমাদের খেলার (পাকিস্তানের বিপক্ষে) দরকার নেই, আমি তা মানব।’



এদিকে, বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই কাল বৈঠক শেষে বলেছেন,  ‘১৬ জুন (বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ) এখনো অনেক দেরি। আমরা সরকারের সঙ্গে পরামর্শ করে পরে সিদ্ধান্ত নেব।’ এদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘দেশের সরকার ও বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে, আমরা তা অনুসরণ করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball