promotional_ad

রোহিতের রেকর্ড ছোঁয়ার ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে রবিবার। ভিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 


এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় তারকা রোহিত শর্মা। ২০ ওভারের ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ক্রিস গেইল ও মার্টিন গাপটিলের দখলে।


দুজনই মেরেছেন ১০৩ টি করে ছয়। আর মাত্র দুটি ছক্কা মারলেই এই দুজনকে ছাড়িয়ে যাবেন রোহিত। আর একটি ছক্কা মারতে পারলে এই দুই তারকার পাশে বসবেন তিনি।


রোহিতের রেকর্ড ছোঁয়ার ম্যাচ দিয়েই বিশ্বকাপের আগে শেষ সীমিত ওভারের সিরিজ শুরু করবে ভারত। এই সিরিজে ভালো করে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে খেলাই লক্ষ্য হবে কোহলিদের।


এই সিরিজে ভারতীয় দলে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার যশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড সফরের দলে না থাকা লোকেশ রাহুল ও ঋষভ পান্টকে দলে ফেরানো হয়েছে।



promotional_ad

অভিজ্ঞতা সঞ্চারের জন্য আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী। এই সিরিজের দলে থাকলেও শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া।


তাঁর বদলে দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ভারতের পেস আক্রমণে বুমরাহর সঙ্গে থাকবেন উমেশ যাদব ও সিদ্ধার্থ কউল।


স্পিন বোলিংয়ে ভারতের বড় ভরসা যুজবেন্দ্র চাহাল। আরেকটি সুযোগ পেয়েছেন ভারতীয় স্পিনার ক্রুনাল পান্ডিয়া। স্পিনার হিসেবে আছেন মায়াঙ্ক মারকান্দেও।


এদিকে, এবার ১৫ জনের স্কোয়াড নিয়ে ভারতে এসেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৯ জনই বিগব্যাশে অন্তত ১১টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৬ জন আবার বিগ ব্যাশের ফাইনালে খেলেছেন।


তাই দলের সবাই টি-টুয়েন্টি মেজাজেই আছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে। সিরিজ জিততে মরিয়া হয়েই মাঠে নামবে অজিরা।


'ক্রিকেটাররা সদ্য বিগ ব্যাশ লিগ খেলে এসেছে। সবাই টি-টোয়েন্টির মেজাজেই রয়েছে। আমরা তাই দুটো টি-টোয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী। এর পর নজর দেব ওয়ানডে সিরিজে। আমরা সবাই তাকিয়ে রয়েছি ভারতের বিরুদ্ধে সিরিজের দিকে।'



অস্ট্রেলিয়া স্কোয়াডঃ


অ্যারন ফিঞ্চ, প্যাট কামিনস, অ্যালেক্স ক্যারে, জেসন বেহেনডর্ফ, নাথান কাউল্টার নিল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আরকি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাশটন টার্নার এবং অ্যাডাম জাম্পা।


ভারত স্কোয়াডঃ 


বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পান্ট, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক মারকান্দে, উমেশ যাদব, সিদ্ধার্থ কাউল, জসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball