হেটমায়ার ও কটরেল সিরিজে ফেরালো উইন্ডিজদের

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সফরকারী ইংল্যান্ডকে ২৬ রানে পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিক উইন্ডিজ। এদিন বার্বাডোজের ব্রিজটাউনে ইংলিশ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি।
আর তাঁর এই শতকেই টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৯ রানের বড় পুঁজি পায় ক্যারিবিয়ানরা। জবাবে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড। ফলে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় উইন্ডিজ বাহিনী।
ব্যাট হাতে যেমন হেটমায়ার, তেমনি বল হাতে নিজেকে প্রমাণ করেছেন ২৯ বছর বয়সী ক্যারিবিয়ান পেসার শেল্ডন কটরেল। ইংলিশ শিবিরে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিলেন তিনি। ৯ ওভার বোলিং করে মাত্র ৪৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই ক্যারিবিয়ান।
৫৩ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। এই দুই পেসারের তান্ডবে ২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে পুরো ওভার খেলার আগেই গুঁটিয়ে যায় ইয়ন মরগানের ইংল্যান্ড। যদিও ব্যাট হাতে এদিন সফল ছিলেন ইংলিশ দলপতি। খেলেছেন ৮৩ বলে ৭০ রানের একটি ইনিংস।

অপরদিকে ৮৫ বলে ৭৯ রান করেছেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে এরপরেও পরাজয়ের কাতারে তাদের নাম লেখাতে হয়েছে বাকিদের ব্যর্থতায়। বাকিদের মধ্যে জো রুটের ৩৬ এবং জস বাটলারের ৩৪ রানের ইনিংস দুটি ছাড়া আর বলার মতো রান কেউ করতে পারেননি।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক মরগান। এরপর খেলতে নেমে দারুণ একটি অর্ধশতক তুলে নেন ওপেনার ক্রিস গেইল। তাঁর ৬৩ বলে ৫০ রানের ইনিংসটিই ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলো শুরুতে।
পরবর্তীতে হেটমায়ারের অপরাজিত শতকে বড় সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজরা। গেইল এবং হেটমায়ার ছাড়াও ৩৩ এবং ২৫ রান এসেছে শাই হোপ ও ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। ইংলিশ বোলারদের মধ্যে ১টি করে উইকেট শিকার করেছেন মার্ক উড, লিয়াম প্ল্যাঙ্কেট, বেন স্টোকস এবং আদিল রশিদ।
১০৪ রানে অপরাজিত থাকার কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শিমরন হেটমায়ার। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫শে ফ্রেব্রুয়ারি গ্রেনাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ২৮৯/৬ (৫০ ওভার) (হেটমায়ার-১০৪*, গেইল-৫০; রশিদ-১/২৮, উড-১/৩৮)
ইংল্যান্ডঃ ২৬৩/১০ (৪৭.৪ ওভার) (স্টোকস-৭৯, মরগান-৭০; কটরেল-৫/৪৬, হোল্ডার-৩/৫৩)
টসঃ ইংল্যান্ড (বোলিং)