ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলেই ইতিহাস গড়বে শ্রীলঙ্কা দল। এখন পর্যন্ত উপমহাদেশের কোনো দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি। এই ম্যাচে জয়ের জন্য লঙ্কানদের ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৬০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা দল। কুশাল মেন্ডিস ১০ রান করে অপরাজিত আছেন। ১৭ রান করে তাঁর সঙ্গী অশাদা ফার্নান্দো।
এর আগে, ৩ উইকেটে ৬০ রান নিয়ে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৪ রানে। দলের হয়ে থিরামান্নে ২৯, ডিকওয়েলার ৪২ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
মূলত রাবাদা ও ওলিভিয়ারের বোলিং তোপেই গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস। ৩৩ রাবে ৪ উইকেট নিয়েছেন রাবাদা। আর ৬১ রানে ৩ উইকেট গেছে ওলিভিয়ারের ঝুলিতে। তাছাড়া মুল্ডার ও মহারাজ নিয়েছেন ১টি করে উইকেট।

৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানে শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওপেনার মার্করামের ১৮, আমলার ৩২ ও অধিনায়ক ডুপ্লেসিসের অপরাজিত ৫০ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছুতে পারেননি।
ফলে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে সুরাঙ্গা লাকমল নিয়েছেন ৪টি উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট গেছে কাসুন রাজিথার ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন বিশ্ব ফার্নান্দো।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ- ২২২/১০ (৬১.২ ওভার)
(কক ৮৬, মার্করাম ৬০; ফার্নান্ডো ৩/৬২, রাজিথা ৩/৬৭)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ১৫৪/১০ (৩৭.৪ ওভার)
(থিরিমান্নে ২৯, ডিকওয়েলা ৪২; রাবাদা ৪/৩৮,ওলিভিয়ের ৩/৬১)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ ১২৮/১০ (৪৪.৩)
(ডু প্লেসিস ৫০*, আমলা ৩২; লাকমল ৪/৩৯, সিলভা ৩/৩৬)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসঃ ৬০/২ (১৬ ওভার)
(ফার্নান্দো ১৭, মেন্ডিস ১০; ওলিভিয়ার ১/১০)