promotional_ad

পাকিস্তান ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে তারা।


পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ১৬ জুন বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে। তা আরও দীর্ঘ হচ্ছে। বিসিসিআইয়ের প্রশাসকদের কমিটি এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না। এমনটাই জানিয়েছেন সিওএ প্রধান বিনোদ রায়।



promotional_ad

'আমরা সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি। তবে ১৬ জুনের ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই ম্যাচের এখনও অনেক দেরি রয়েছে। আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত পরে নেব। সরকারের সঙ্গে আলোচনা করেই তা নেওয়া হবে।'


তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে উদ্বেগ জানাবেন বলে জানিয়েছেন বিনোদ। তাছাড়া, বিশ্বকাপের সময় খেলোয়াড়দের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।


'আইসিসির কাছে আমরা দুই ব্যাপারে উদ্বেগ জানাচ্ছি। প্রথমত, বিশ্বকাপের সময় ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করতে বলেছি আমরা। সন্ত্রাসবাদের কেন্দ্র যে দেশ, তাদের বিরুদ্ধে খেলার ব্যাপারে আমাদের আপত্তিও তুলে ধরব সবার কাছে।'



কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনা রাজনীতি-কূটনীতির সীমানা ছাড়িয়ে প্রভাব ফেলছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কেও। অনেক সাবেক ক্রিকেটাররাই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে মত দিয়েছেন। বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball