promotional_ad

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টটির গভর্নিং বডি। উদ্বোধনী অনুষ্ঠানের যে বাজেট ছিল তা খরচ করা হবে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের জন্য।


শুক্রবার সংবাদ মাধ্যমমের সামনে এই ঘোষণা দেয় বিসিসিআই। গভর্নিং বডির সদস্যদের সাথে বৈঠক শেষে বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রায় এ কথা জানান।



promotional_ad

'এ বছর আইপিএল-এর কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে টাকা বরাদ্দ থাকে, সেই টাকা পুলওয়ামার শহীদ জওয়ানদের পরিবারের কাছে পাঠানো হবে।'


এই সিদ্ধান্তে বিসিসিআই অনেক আনন্দিত। যারা তাদের স্বজনদের হারিয়েছেন, এই ক্ষতি পূরণ সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব তারা সাহায্য করতে চান তাদের। দেশের অনেক ক্রিকেটারও এগিয়ে এসেছেন তাদের সাহায্যের জন্য। তাই বিসিসিআই এটাকে কর্তব্য মনে করে।
 
'এই সিদ্ধান্তে আমরা খুব খুশি হয়েছি। আমরা জানি, যাদের পরিবারের সন্তান শহিদ হয়েছেন, তাদের কোনও ভাবেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা যেটুকু পারি সেটুকু আর্থিক সাহায্য করতেই পারি। যেখানে দেশের অনেক ক্রিকেটার এগিয়ে আসছেন, সেখানে দেশের ক্রিকেট বোর্ড হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'


শুক্রবার আইপিএলের অর্থ বিষয়ক কমিটির কাছে এই সিদ্ধান্তের জন্য প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। বোর্ডের সেই প্রস্তাব গ্রহণ করেছেন তারা। আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball