বিসিসিআই ছেলেমানুষি করছেঃ মিয়াদাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করতে আইসিসির কাছে চিঠি পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই বিষয়টিকে 'ছেলেমানুষি' এবং 'বোকা' সুলভ আচরণ বলে মনে করছেন সাবেক পাক কিংবদন্তী জাভেদ মিয়াদাদ।
একারণে বিসিসিআইকে ধুয়ে দিলেন সাবেক পাক অধিনায়ক। আইসিসি এই ধরণের আচরণ মেনে নিবে না বলে এপিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ জানিয়েছেন,

'আইসিসি এই ধরণের ছেলেমানুষি এবং বোকার মত আচরণ মেনে নিবে না। বিসিসিআইয়ের কথা আইসিসি শুনবে এবং তাঁদের কথামত দলকে বিশ্বকাপে রাখবে এটার কোনই সম্ভাবনা নেই।'
যদিও বিসিসিআই আইসিসির কাছে এখনও কোন চিঠি পাঠায়নি। আইসিসির কাছে এমন আবেদন জানানোর আগে নিজেদের মধ্যে শুক্রবারের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবে ভারত।
এদিকে জুনের ১৬ তারিখে বিশ্বকাপের খেলায় মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর ভারতকে পাকিস্তানের সঙ্গে খেলতে মানা করেছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর কট্টর সমালোচনা করে মিয়াদাদ জানান,
'সৌরভ এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে মুখ্যমন্ত্রী হতে চায়। এটা তাঁর নির্বাচনী প্রচারণার একটি অংশ। সে তাঁর দেশের মানুষের আকর্ষণ চায়।'
ভারতের সঙ্গে বরাবরই সিরিজ আয়োজন করতে চেয়েছে পাকিস্তান, কিন্তু সাড়া দেয়নি ভারত, বলেছেন মিয়াদাদ। 'পাকিস্তান সবসময় এসব বিষয়ের নিষ্পত্তি চায়। কিন্তু ভারত সবসময় নেতিবাচকভাবে জবাব দিয়েছে।'