নবীর অলরাউন্ড নৈপুণ্যে জিতল আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের দেরাদুনে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মোহাম্মদ নবীর অলরাউন্ড নৈপুণ্য আয়ারল্যান্ডলে পাঁচ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক সুবিধায় খেলা আফগানরা।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩২ রান করেছিল আয়ারল্যান্ড। দলীয় ৬৫ রানে ছয় উইকেট হারানো দলটিকে ম্যাচে টিকে থাকার সংগ্রহ এনে দিয়েছেন জর্জ ডকরেল এবং উইকেটরক্ষক স্টুয়ার্ট পয়েন্টার।

শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন এই দুজন। ডকরেল করেন ২৮ বলে ৩৪* রান। পয়েন্টার করেন ২৮ বলে ৩১* রান। আফগানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী এবং রশিদ খান।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানে পাঁচ উইকেট হারিয়েছে আফগানরাও। এরপরে মোহাম্মদ নবী এবং নজিবুল্লাহ জাদরানের ব্যাটে ম্যাচে ফিরেছে তাঁরা।
১৯.২ ওভারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই দুজন। নবী করেন ৪০ বলে ৪৯* রান। জাদরানের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪০* রান। আইরিশদের হয়ে দুই উইকেট নিয়েছেন বয়েড র্যাঙ্কিন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আয়ারল্যান্ডঃ- ১৩২/৬ (২০ ওভার)
(ডকরেল ৩৪*, পয়েন্টার ৩১*; নবী ২/১৬)
আফগানিস্তানঃ- ১৩৬/৫ (১৯.২ ওভার)
(নবী ৪৯*, জাদরান ৪০*; র্যাঙ্কিন ২/৩৯)