৬২ ওভারেই অলআউট প্রোটিয়ারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথেও শ্রীলংকার বিপক্ষে প্রথম দিনেই অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক এবং এইডেন মার্করামের হাফসেঞ্চুরির দিনে মাত্র ২২২ রানে অলআউট হয়েছে তাঁরা।
টসে জিতে ব্যাট করতে নেমে লঙ্কান পেসারদের তোপে লণ্ডভণ্ড হয়ে যায় প্রোটিয়ারা। ১৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান ডিন এলগার (৬), হাশিম আমলা (০) এবং টেম্বা বাভুমা (০)।
অধিনায়ক ডু প্লেসিস উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেও ২৫ রানে ফিরে যান। এদিনে ওপেনার এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৬০ রান।

কুইন্টন ডি কক করেন ৮৭ বলে ১২টি চারে ৮৬ রান। শেষদিকে ২২ রান করে কককে সঙ্গ দিয়েছিলেন কাগিসো রাবাদা। শেষপর্যন্ত প্রোটিয়ারা থামে ৬১.২ ওভারে ২২২ রানে।
বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিথা নেন তিনটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই শ্রীলংকাও। তিন উইকেট হারিয়ে ৬০ রান করে দিনশেষ করেছে তাঁরা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ- ২২২/১০ (৬১.২ ওভার)
(কক ৮৬, মার্করাম ৬০; ফার্নান্ডো ৩/৬২, রাজিথা ৩/৬৭)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ৬০/৩ (২০ ওভার)
(থিরিমান্নে ২৫*, করুনারত্নে ১৭; অলিভিয়ের ২/২৫)