promotional_ad

ভারত-বাংলাদেশ সমমানের নয়ঃ গ্যারি স্টিড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব ক্রিকেটে মানের দিক থেকে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে ভারত। বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয়ের পর এমন মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তবে কোন দলকেই অসম্মান করছেন না তিনি।


ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে ঘরের মাঠে হেরেছে নিউজিল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তাঁরা। বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে দলটি।



promotional_ad

জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানেও পরাজিত করেছে কিউইরা। কিন্তু ভারতের বিপক্ষে নিজের ঘরেও নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড। তাই মানের দিকে ভারতকেই এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডের কোচ।


সিরিজ শেষে তিনি গ্যারি স্টিড বলেন, 'সম্মান রেখেই বলছি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দল শক্তিশালী ভারতীয় দলের সমমানের নয়।'


সফরকারী বাংলাদেশের বিপক্ষে নিজের দলের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ কোচ। কারণ প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলের সবাই করতে সক্ষম হয়েছে। পরিকল্পনাও সঠিকভাবে বাস্তবায়ন হয়েছেন নিউজিল্যান্ডের। যাকে ইতিবাচক দিক ভাবছেন গ্যারি স্টিড।



'আমি মনে করি আমরা যেভাবে আমাদের ইনিংসগুলো তৈরি করেছি তা সত্যিই ইতিবাচক। এই সিরিজে বেশ কিছু বিষয় আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা কিভাবে খেলি এবং আমাদের খেলার ধরণ। এটা রকেট সাইন্স নয়।


'প্রায় সবই দলই উইকেট হাতে রাখে শেষের দিকে এসে আক্রমণ করার জন্য এবং আমরা চেয়েছি শুরুতেই উইকেট তুলে নিতে। যেটা এই সিরিজে আমাদের সবচেয়ে সন্তুষ্টির দিক, আমরা তিনটি ম্যাচেই এই কাজটি ভালো করেছি,' বলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball