promotional_ad

চাইলেই ফিল্ডিংয়ে উন্নতি সম্ভবঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফিল্ডিং বিভাগে বাংলাদেশ দল বরাবরই দুর্বল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরেকবার প্রমাণ দিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচেও কিছু বাজে ফিল্ডিংয়ের সাথে ক্যাচ ফেলে রান দিয়েছে টাইগাররা। তবে ফিল্ডিং নিয়ে এতটা দুশ্চিন্তা নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। চাইলেই এই বিভাগে উন্নতি করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।


টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংসের শুরু থেকে ভালোই ছন্দে ছিল বাংলাদেশ দল। কিন্তু ৩৫ ওভার পর ছন্দ পতন ঘটে পুরো বাংলাদেশ দলের। সেই ধারা বজায় থাকলে তিনশ'র নিচে স্বাগতিকদের আটকে রাখা সম্ভব ছিল, ধারণা মাশরাফির।



promotional_ad

কিন্তু শেষের দিকে জিমি নিশাম এবং গ্র্যান্ডহোমের ক্যামিও ইনিংস দুটি ৩৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের সামনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন,


'ফিল্ডিং চাইলেই উন্নতি করা যায়। বোলিং আর ব্যাটিং অনেক সময়ের ব্যাপার। আস্তে আস্তে অনুশীলন করতে করতে আসে। ফিল্ডিংয়ে আপনি চেষ্টা দিলে দেখতে ভালো লাগে। সবাই চেষ্টা করেছে। মানসিকভাবে হয়তোবা সবাই পিছিয়ে ছিল। দুই একটা মিস ফিল্ডিং হলে যে ফিল্ডার থাকে সেও হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ইতিবাচক ভাবাটা জরুরী।


'আজ যদি ফিল্ডিং বোলিং দেখেন, আমরা ৩৫ ওভার পর্যন্ত ওদের এমন একটা জায়গায় রেখেছিলাম, সেখানে যদি একটু ভালো বোলিং বা ফিল্ডিং হলে তিনশ'র নিচেও থাকার সুযোগ ছিল। ওইখান থেকে একটা দুইটা জুটি না হতে দিলে হয়তো ভালো হত। কিন্তু আমরা সেটা পারি নি। যেই শট গুলো খেলেছে, বা যেই ঝুঁকিগুলো নিয়েছে, ওরা সফল হয়েছে আমরা হতে পারি নি।'



বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই পিছিয়ে পড়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল এবং তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball