ব্যাটসম্যানদের ইতিবাচক থাকার পরামর্শ মাশরাফির

ছবি: মাশরাফি বিন মুর্তজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছর এশিয়া কাপের আসরে ২০-৩০ রানে প্রায় প্রতিটি ম্যাচেই দুই-তিন উইকেট গেছে বাংলাদেশ দলের। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ ও উইন্ডিজ সিরিজে সেই সমস্যা কাটিয়ে উঠলেও চলতি নিউজিল্যান্ড সফরেও সেই একই চিত্র দেখা গেছে।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চিন্তিত বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। তারপরও দলের ব্যাটসম্যানদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। কদিন পরেই উইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে আইরিশদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে রানে ফেরাই লক্ষ্য এখন বাংলাদেশের।

'এশিয়া কাপে ২০ রানে ৩০ রানে তিন উইকেট গিয়েছে। এখানেও সেটা হয়েছে। আমাদের পজেটিভ থাকতে হবে। এখনো দুই মাস আছে পরের টুর্নামেন্টের। কারণ আয়ারল্যান্ডে অনেকটা একই রকম উইকেট হবে। হয়তো বা আয়ারল্যান্ডে গত বছর যেটা খেলে আসছি, তখন উইকেট অনেক সবুজ ছিল। অনেক সময় কন্ডিশন ফেভারে থাকে না। আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে আমরা কিভাবে রান করব, বেশি উইকেট দিব না। কারণ ১০ ওভার পর ব্যাটিং করা অনেক সহজ হয়ে যায়। এটা আমাদের অবশ্যই দেখতে হবে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ দল ইতিবাচক ছিল বলে জানিয়েছেন মাশরাফি। তবে, ভিন্ন কিছু করতে গিয়েই টপ অর্ডার ব্যর্থ হয়েছেন বলে মনে করেন বাংলাদেশ দলপতি।
সিরিজের তৃতীয় ম্যাচেও প্রথম দুই ম্যাচের অনুরূপ হয়েছে বলে জানালেন মাশরাফি। এমন উইকেটে সুইং ও বাউন্স থাকাটাকেই স্বাভাবিক বলে মনে করছেন তিনি। তাই এই উইকেট সম্পর্কে মৌলিক ধারণা থাকাটাকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল।
'প্রথম দুইটা ম্যাচ হয়নি। তখন আমি না শুধু। পুরো দল পজেটিভ ছিল। আমরা মনে হয় ভিন্ন কিছু করতে গিয়েছি। এই উইকেটে সুইং বা বাউন্স থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মৌলিক ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেটা আমরা করতে পারি নি। হয়তো বা দুইটি ম্যাচে যা হয়েছে আজকেও তাই হয়েছে। কাল হয়তো এটা চিন্তা করি নি। কারণ সব দিনই তো ইতিবাচক থাকতে হবে। একই ভাবে গিয়েছে। এশিয়া কাপে বা ওয়েস্ট ইন্ডিজে, ওয়েস্ট ইন্ডিজে হয়তো তামিম রান করেছে। এশিয়া কাপে যেমন ফিল করেছি এখানেও হয়তো সেটা ফিল করছি।'