promotional_ad

মাসাকাদজাই থাকছেন জিম্বাবুয়ের অধিনায়ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নতুন মৌসুমের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে হ্যামিল্টন মাসাকাদজার নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২০১৯-২০ মৌসুমে তাঁর ডেপুটি হিসেবে থাকবেন পিটার মুর।


গত বছরের মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থ হওয়ায় অধিনায়কত্ব হারান গ্রায়েম ক্রেমার। তারপরই মাসাকাদজাকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।



promotional_ad

এবার পাকাপাকি ভাবেই দলের অধিনায়কত্বের দায়িত্ব নিচ্ছেন মাসাকাদজা। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশের মাটিতে টেস্টে স্বাগতিকদের হারিয়েছিল জিম্বাবুয়ে। ফলে সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে।


গত বছরটা ব্যাট হাতেও দারুণ গেছে এই তারকার। ২২.৩৪ গড়ে ২৬টি ওয়ানডে ম্যাচে করেছেন ৫৮১ রান। টেস্টে চার ইনিংসে তাঁর সংগ্রহ ১৩৯ রান। ৩৪.৭৫ গড়ে, ২ অর্ধশতকে এই রান করেছেন তিনি।


অধিনায়কের সাথে দলের ম্যানেজারের নামও প্রকাশ করেছে জিম্বাবুয়ে। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দিলিপ চৌহানকে। জিম্বাবুয়ে জাতীয় দলের সাথে জিম্বাবুয়ে এ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।



জিম্বাবুয়ের জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ওয়??ল্টার চাওয়াগুতা, প্রসপার উতসেয়া ও কেনয়ন জেইহলির নাম ঘোষণা করা হয়েছে। ওয়াল্টার নির্বাচকদের আহ্বায়কের দায়িত্ব ধরে রেখেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball