বিশ্বকাপে নিজেদের সেরা অবস্থানে চান মরগ্যান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৩০ মে। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে দলগুলো। স্বাগতিক ইংল্যান্ডও গত সাড়ে তিন বছর ধরে নিজেদের তৈরি করছে এই বিশ্ব আসরের জন্য।
বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। এরই মধ্যে নিজেদের সেরা অবস্থানে নিয়ে যাওয়াই লক্ষ্য তাদের। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ইংল্যান্ড দলপতি ইয়ন মরগ্যান।
'এই মুহূর্তে বিশ্বকাপের আগে আমাদের ১১টি ম্যাচ রয়েছে এটা ধরে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব আমাদের শিখতে হবে এবং যতটা সম্ভব নিজেদের সেরা অবস্থানে নিয়ে যেতে হবে।'

গত সাড়ে তিন বছরে ম্যাচ বাই ম্যাচ ও সিরিজ বাই সিরিজ এগিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের সেরা দল হিসেবে প্রতিষ্ঠা করতেই এই পরিকল্পনা মতো এগিয়েছে তারা। সেই সিরিজগুলো থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করেছেন বলে জানালেন মরগ্যান।
'গত সাড়ে তিন বছর ধরে বিশ্বকাপকে সামনে রেখে আমাদের গড়ে তোলা হয়েছে। আমাদের মূহুর্তটা ধরে রাখতে পেরেছি। গেম বাই গেম ও সিরিজ বাই সিরিজ এগিয়েছি এবং আমরা এভাবে যতটা সম্ভব শিখতে চেষ্টা করেছি।'
বিশ্বকাপের আগ পর্যন্ত নিজেদের জেতার অভ্যাসটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড দলের জন্য। সেই লক্ষ্যেই আসন্ন উইন্ডিজ সফর ও পাকিস্তান সিরিজকে পাখির চোখ করছে ইংলিশ শিবির।
'উইন্ডিজের বিপক্ষে আমাদের সিরিজ জিততে চেষ্টা করতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজের নিজেদের তৈরি করার সুযোগ আছে। আমি মনে করি আমাদের গেম বাই গেম নজর দেয়া গুরুত্বপূর্ণ। এভাবেই বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়া শুদ্ধ হবে। জেতার অভ্যাস ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।'
আসন্ন এই বিশ্বকাপ ইংল্যান্ডের ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস ইংলিশ দলপতির। এই কারণে তিনি উদাহরণ টেনেছেন ২০১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকের।
'যখনই বিশ্বকাপ আসে, এটা অলিম্পিক, কমনওয়েলথ গেমসের মতো প্রভাব বিস্তার করে। এটা মানুষজনকে একত্রিত করে। লন্ডন ২০১২ (অলিম্পিক) এর পর খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ টিম জিবি (গ্রেট ব্রিটেন) দারুণ ভালো করছে। বিশ্বকাপও সেটা করতে পারে। এটা তৃণমূলের খেলাটাকে উজ্জীবিত করতে পারে।'