promotional_ad

টেইলরের সুখস্মৃতি, বাংলাদেশের হুমকি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ডুনেডিনে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের সুখস্মৃতির কমতি নেই। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৮১* রানের ইনিংসটি এসেছে ইউনিভার্সিটি ওভালের এই মাঠেই। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে ইনিংসটি খেলেছিলেন টেইলর। টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকও অর্জন করেছেন একই মাঠে। উইন্ডিজদের বিপক্ষে ২০১৩ সালে ২১৭* রান করেন তিনি।


বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একই মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। পেছনের সুখস্মৃতি থাকায় বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের আগে যথেষ্ট উৎফুল্ল তিনি। পছন্দের ভেন্যুতে ইতিমধ্যে সিরিজ হারিয়ে বসা বাংলাদেশ বোলিং লাইন আপকে পাচ্ছেন টেইলর।



promotional_ad

এছাড়া প্রথম দুই ম্যাচে ইনিংস বড় করার সুযোগ হয়নি তাঁর। ওপেনার মারটিন গাপটিল একাই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। ডুনেডিনে অতীতের রেকর্ড উজ্জ্বল থাকায় সুযোগ পেলে বড় রান করতে চাইবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।


'হ্যাঁ, আমার বেশ কিছু সাফল্য আছে এই মাঠে। শেষ সাফল্যটি আমি কখনো ভুলবো না। এখানেই আমি টেস্ট ক্রিকেটে ভালো রান করেছি। আমার প্রথম দ্বিশতকও এই মাঠে। এই মাঠে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে,' ম্যাচের পূর্ববর্তী দিন (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বলেছেন টেইলর। 


ডুনেডিনের উইকেট বেশ পরিচিত টেইলরের। কখন কেমন আচরণ করবে এখানকার উইকেট, সে বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি। ছোট বাউন্ডারির সাথে ডুনেডিনের সবুজ উইকেটের আড়ালে বড় রান লুকিয়ে থাকে।



'ডুনেডিনের উইকেটে সচরাচর যেমন হয় ঠিক তেমন। অনেকটা মৃত। কিছু ঘাস রয়েছে, কিন্তু বলে বাউন্স পাওয়ার জন্য আপনার আরও ঘাসের প্রয়োজন হবে। ইনিংসের শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পাবে। তবে সাধারণত এখানকার উইকেট খুবই ভালো, আর ছোট বাউন্ডারি তো আছেই। যদি উইকেট হাতে থাকে তাহলে এই মাঠে বড় সংগ্রহ সম্ভব।'


প্রথম ম্যাচে অপরাজিত ৪৫ রানের ইনিংস এবং দ্বিতীয় ম্যাচে ২১ রানের ইনিংস, সেখানেও অপরাজিত ছিলেন টেইলর। কিন্তু বাংলাদেশের দেয়া স্বল্প লক্ষ্য তাড়ায় ইনিংস বড় করার সুযোগ পাননি টেইলর। তাই তাঁর মধুর স্মৃতিতে পরিপূর্ণ মাঠ ডুনেডিনে ভালো কিছুর অপেক্ষায় আছেন রস টেইলর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball