শেষ ম্যাচে ভিন্ন পজিশনে খেলবেন নিকোলস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে খেলবেন না বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলস। গত দুই ম্যাচে ওপেনিং পজিশনে খেলা নিকোলসের পরিবর্তে বুধবার এই পজিশনে খেলতে দেখা যাবে কলিন মুনরোকে।
কিউইদের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হেনরিক মালান এরই মধ্যে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টানা খেলার মধ্যে থাকা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলী হিসেবে এই ম্যাচে খেলবেন মুনরো। আর তাঁকে জায়গা দিতেই ভিন্ন পজিশনে খেলবেন ঘরোয়া ক্রিকেটে ৬ নম্বরে খেলা নিকোলস। এই প্রসঙ্গে মালান বলেছেন,

'হেনরির মতো একজন ব্যাটসম্যানের জন্য এটি আরেকটি বড় সুযোগ অন্য পজিশনে নিজের ব্যাটিংয়ের পরিধি বিস্তৃত করার। সে ছয় নম্বরে দারুণ ব্যাটিং করে।
প্রথম দুই ম্যাচের মতো শেষটিতেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান কিউই ব্যাটিং কোচ। নিজেদের খেলার প্রতি বেশি মনোযোগ দিতে চান তিনি। দলের লক্ষ্যের কথা উল্লেখ করে মালান বলেছেন,
'আশা করি আমরা আগের দুই ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে পারবো। আমাদের নিজস্ব খেলার প্রতি মনোযোগ থাকবে বেশি, প্রথম দুই ম্যাচে ছেলেরা ঠিক যেভাবে খেলেছে তেমন খেলার লক্ষ্য থাকবে আমাদের।'