ওয়ানডে দলে যুক্ত হলেন মমিনুল

ছবি: মমিনুল হক

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২০ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের এই শেষ ম্যাচের জন্য মমিনুল হককে যুক্ত করা হয়েছে টাইগারদের স্কোয়াডে।
মমিনুল হককে স্কোয়াডে যোগ করার খবরটি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। মূলত ওয়ানডে স্কোয়াডের দুই ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের চোটের কারণেই মমিনুলকে যুক্ত করা হয়েছে বলে জানালেন পাইলট।

‘মুশফিক-মিঠুনের স্ক্যান করানোর জন্য কোন আমরা এখনো কোন স্লট পাইনি। কাল তাদের স্ক্যান হতে পারে। এরপরও বোঝা যাবে তারা খেলার মতো অবস্থায় আছে কিনা। আপনারা জানেন মুমিনুল দলের সঙ্গেই আছে শুরু থেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ১৫ জনের স্কোয়াডে এখন সে যুক্ত হয়েছে।’
মোহাম্মদ মিঠুন দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান। আর মুশফিক তাঁর পুরনো পাঁজরের চোটে ভুগছেন। শেষ ওয়ানডেতে দুজনেরই খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
মমিনুল সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন থেকে ডানেডিনে তৃতীয় ওয়ানডের ভেন্যুতে পৌঁছেছেন। ওয়ানডে স্কোয়াডে না থাকলেও তিনি দলের সঙ্গে নিউজিল্যান্ডে ছিলেন।
খেলেছেন ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচও। প্রথম দুই ওয়ানডেতে তাকে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিংও করতে দেখা গেছে। এবার মূল স্কোয়াডের সঙ্গেই যুক্ত হলেন তিনি।