ভারতীয় মডেল মেনে নতুন টি-টুয়েন্টি লিগ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন টি-টুয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে। এই টুর্নামেন্টকে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির মতো বড় পরিসরে আয়োজন চায় আয়োজকরা।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন। দেশের টি-টুয়েন্টি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ এই টুর্নামেন্ট। এমনটাই মনে করেন তিনি।
'আমি মনে করি এটি আমাদের দেশে টি-টুয়েন্টি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ। উদাহরণস্বরূপ, ভারতে সৈয়দ মুশতাক আলী ট্রফি আছে এবং সেখানে নিজেদের প্রতিভা দেখানোর পর অনেক ক্রিকেটার আইপিএলে এসেছে।'

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে ১২ দল নিয়ে। স্থানীয় ক্রিকেটারদের টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য ভালো একটি প্লাটফর্ম দিতেই বিসিবির এই প্রয়াস, এমনটাই জানিয়েছে কাজী এনাম।
'আমরা এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটিকে, অনেকটা সেটার (মুশতাক আলী ট্রফি) অনুরূপ করতে চাই। যেখানে আমরা প্রতিভাধর ক্রিকেটারদের প্রতিভা দেখানোর জন্য একটি শক্ত প্লাটফর্ম দিতে চাই।'
এই টুর্নামেন্টে অংশ নেয়া ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে তিনটি করে দল থাকবে এবং প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল পরবর্তী পর্বে অর্থাৎ সেমিফাইনাল খেলবে। গ্রুপ পর্বের খেলা চলবে ফেব্রুয়ারির ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত।
ফাইনাল সহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটিতে। এই বছর টুর্নামেন্টটি স্বল্প পরিসরে আয়োজন করলেও, আগামী মৌসুমে আরও বড় পরিসরে করার ভাবনা সিসিডিএমের।
'প্লাটফর্মটা তৈরি না হওয়া পর্যন্ত আমাদের টি-টুয়েন্টিটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারব না এবং সেই কারণেই এখানে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা খেলবে। আমরা এই বছর শুরু করছি ঠিক আছে, কিন্তু আগামী মৌসুম থেকে আরও বৃহত্তম পরিসরে আয়োজন করতে আশাবাদী।'