ইংল্যান্ড, আয়ারল্যান্ডে পারলে নিউজিল্যান্ডে নয় কেন?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জয়ের দেখা পায় নি বাংলাদেশ দল। কেন সেখানে গিয়ে সফল হচ্ছে না টাইগাররা সেটার কারণ জানা নেই জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারার পর শেষ ওয়ানডেতে জিততে হলে টাইগারদের সব বিভাগে ভালো খেলতে হবে। যে দল নিয়ে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে মাশরাফি বাহিনী এই দল নিয়েই ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডের কন্ডিশনে জিতেছে তারা।

যেহেতু সামনে বিশ্বকাপ তাই দ্রুত বিদেশের কন্ডিশনের সাথে মানিয়ে ভালো খেলতে হবে বাংলাদেশ দলকে। শেষ ওয়ানডে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগাররা। তামিম বলেন,
'বিশ্বকাপের আর বেশি বাকি নেই, তাই এই কন্ডিশনে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। আমরা ইতিমধ্যে চার থেকে পাঁচবার নিউজিল্যান্ড সফরে এসেছি কিন্তু আমরা এখন অবধি একটি জয়ও পাইনি।
'এই দল নিয়েই আমরা প্রতিপক্ষকে ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের কন্ডিশনে পরাজিত করেছি। এখানেও না পারার কোন কারণ দেখছি না আমি। সত্যি কথা হল, সবকিছুর আগে আমাদের ভালো খেলতে হবে।'
ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ডুনেডিনে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
এর আগেও নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে সববারী খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার তাদের সামনে সুযোগ রয়েছে কিউইদের মাটিতে প্রথম জয় তুলে নেয়ার।