ঠাসা সূচির কারণেই টাইগারদের ব্যর্থতা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন ঠাসা সূচির কারণেই এই ব্যর্থতা।
তাই নিউজিল্যান্ড সফরে টাইগারদের ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন তিনি। রবিবার নিউজিল্যান্ডে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

‘আমরা এটা নিয়ে ভাবিত বটে। ঠাসা সূচির কারণে বিশ্রামের সুযোগ ছিল না। আমার মনে হয় এই প্রথম কোন সিরিজ খেলতে এলাম কোন রকমের প্রস্তুতি ছাড়া। খেলোয়াড়রা সবাই বিপিএল থেকে সরাসরি চলে এসেছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ করে কোনো বিশ্রামের সুযোগ পাননি জাতীয় দলের ক্রিকেটাররা। এর প্রভাব পড়েছে সিরিজের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূল সিরিজেও। কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি টাইগাররা।
ইনজুরির কারণে দলে নেই সেরা পারফর্মার সাকিব আল হাসান। তাছাড়া গত ম্যাচেই চোটে পড়েছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। ফলে বোঝাই যাচ্ছে টানা সূচির সাথে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইনজুরি দলের শক্তি অনেকটাই কমিয়ে দিচ্ছে।
ফলে বিসিবি সভাপতির উদ্বিগ্ন হওয়ার কারণটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ওয়ানডে সিরিজের বাকি আছে এক ম্যাচ। এরপর টেস্ট সিরিজ খেলবে দুই দল। সেখানে নিজেদের প্রমাণ করাই মূল লক্ষ্য টাইগারদের।