promotional_ad

র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ পেরেরার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ডারবান টেস্টে অবিস্মরণীয় এক সেঞ্চুরিতে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন কুশাল পেরেরা। এবার র‍্যাঙ্কিংয়েও লম্বা লাফ দিয়েছেন তিনি। সিরিজ শুরুর আগে ৯৮ নম্বরে ছিলেন তিনি। সেখান থেকে এক লাফে ৫৮ ধাপ এগিয়েছেন পেরেরা।


বর্তমানে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ৪০ তম স্থানে। ডারবান টেস্টে শেষ উইকেটে বিশ্ব ফার্নান্দোর সঙ্গে ৭৮ রানের রেকর্ড গড়া অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর জয় এনে দেন পেরেরা।



promotional_ad

তিনি নিজে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫৩ রান করে। প্রথম ইনিংসেও ব্যাট হেসেছিল তাঁর। খেলেছিলেন ৫১ রানের ইনিংস। এবার র‍্যাঙ্কিংয়েও তার প্রতিদান পেলেন এ?? লঙ্কান ব্যাটসম্যান।


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হারলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ডারবানে তিনি ৩৫ ও ৯০ রানের দারুণ দুটি ইনিংস খেলেছেন। ফলে র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন ১১ নম্বরে।


একধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন আরেক লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককও। ৪ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮ নম্বরে। শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই।



৯২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দুই নম্বরে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন নম্বরে অবস্থান করছেন চেতেশ্বর পূজারা। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে স্টিভ স্মিথ ও হ্যানরি নিকোলস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball