promotional_ad

বিসিবিকে সুজনের প্রেসক্রিপশন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ক্লাব গুলোকে নিয়ে ছোট পরিসরে টি-টুয়েন্টি লীগ আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ডিপিএলে আবাহনী ও বিপিএলে ঢাকা ডাইনামাইটস কোচ খালেদ মাহমুদ সুজনের আহবান, টি-টুয়েন্টি লীগ ঢাকা লীগের আগে নয়, বিপিএলের আগে মাঠে গড়াক।


বিপিএলে বাংলাদেশের স্থানীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার পেছনে টি-টুয়েন্টির ম্যাচ স্বল্পতা বড় কারণ। টানা টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় বিদেশি ক্রিকেটাররা বিপিএলে এসে সফল হয়। 



promotional_ad

বাংলাদেশি ক্রিকেটাদের বিপিএলের আগে প্রতিযোগিতা পূর্ণ টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ করে দিলে পার্থক্য কমে আসবে বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। তাঁর বক্তব্য, 'আমার একটা প্রেসক্রিপশন থাকবে বিসিবিকে, যে সবসময় যেন প্রিমিয়ার লীগের আগে করতে পারি, এমন বড় পরিসরে লম্বা সময় নিয়ে, যেন ছেলেরা কমপক্ষে চার পাঁচটা ইনিংস খেলার সুযোগ পায় পরের বছর থেকে। 


'এই বছর আমাদের ক্যালেন্ডারটা খুব ব্যস্ত। এই জন্য আমাদের এত কিছু করা সম্ভব না। তবে পরের বছর হয়তো বসে আমরা চিন্তা করব। এটা এই জন্য সুবিধা হয়, প্রিমিয়ার লীগের আগে না করলেও বিপিএলের আগে করলে আরেকটু ভালো হবে।' 


সুনিল নারিন, আন্দ্রে রাসেলদের উদাহরণ টেনে সুজন বলেছেন, 'যদি এবার দেখেন, আমাদের লোকাল ব্যাটসম্যানরা কিন্তু ওইভাবে পারফর্ম করেনি যেভাবে বড়রা করেছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা সোজাও না। এ ফরম্যাটে এসে আপনি ছয় মারবেন এটা সহজ না। যারা এখানে বিদেশি স্পেশালিস্টরা এসে খেলছে, তাঁরা কিন্তু এই কাজটাই করে। 



'যেমন আন্দ্রে রাসেল বা সুনিল নারিনদের কথা বলেন, তাঁরা কিন্তু টি-টুয়েন্টি স্পেশালিস্ট। সারা বিশ্ব জুড়ে টি-টুয়েন্টি খেলে বেড়াচ্ছে ওরা। সিপিএল, আইপিএল বা পিএসএল। কিন্তু আমাদের ছেলেরা তো মাত্র বিপিএল খেলার সুযোগ পায়, সেটাও হুট করে শুরু হয়। কোনো ম্যাচ প্র্যাকটিস ছাড়া খেলে, এখানে পারফর্ম করা সহজ না। এর আগে যদি একটা স্থানীয় বিপিএল টুর্নামেন্ট থাকে, স্থানীয় ছেলেরা খেলবে। তাহলে আমার মনে হয় ছেলেগুলার জন্য সুবিধা হবে। এটা যদি করতে পারি তাহলে ছেলেদের জন্য খুবই ভালো। কারণ এই ফরম্যাটে আমরা বিশ্বকাপ খেলছি, এই ফরম্যাটেও গুরুত্ব দেয়া জরুরী।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball