promotional_ad

টি-টুয়েন্টি লীগ 'গা গরমের টুর্নামেন্ট'!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লীগের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। এর মাঝেই আবার মাঠে গড়াবে আরেকটি টি-টুয়েন্টি লীগ, যা শেষ হবে মূল ঢাকা প্রিমিয়ার লীগ শুরু হওয়ার আগেই। 


কয় ম্যাচের লীগ, কবে থেকে মাঠে গড়াবে, এখনো কিছুই পরিস্কার নয়। এই টি-টুয়েন্টি লীগকে ঢাকা লীগের শীর্ষ ক্লাব আবাহনীর প্রভাবশালী কোচ খালেদ মাহমুদ সুজন আখ্যা দিচ্ছেন 'গা গরমের টুর্নামেন্ট' হিসেবে।



promotional_ad

ওয়ানডে ফরম্যাটের ডিপিএলের আগে দলের ক্রিকেটারদের প্র্যাকটিস ম্যাচও হয়ে গেল, বিপিএলের বাইরে আরেকটি টি-টুয়েন্টির লীগ চালু করার আগে 'ড্রেস রিহার্সাল'ও হয়ে গেল। খালেদ মাহমুদ সুজন বলছেন,


'না না। এটা প্রিমিয়ার লীগের কথা মাথায় রেখেই টিম করা হচ্ছে। টি-টুয়েন্টিটা গুরুত্বপূর্ণ না। আমার মনে হয় একটা টিম গুছানোর টুর্নামেন্ট বললেও ভালো হবে। বা গা গরমের টুর্নামেন্ট বা প্র্যাকটিস ম্যাচ। মানে একটা ফরম্যাটে আমরা করতে পারছি।'


প্রিমিয়ার লীগের আগে ক্লাব গুলো যথেষ্ট অনুশীলনের সুযোগ পায় না। নতুন দল গড়ার পর স্কোয়াডের মধ্যে চেনাজানার আগেই লীগের বেশ কিছু খেলা খেলে ফেলতে হয়। সেদিক থেকে ঢাকা লীগের আগে মিনি টি-টুয়েন্টি লীগের ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন আবাহনী কোচ।



তাঁর ভাষায়, 'তবে টুর্নামেন্টটা সব দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে চ্যাম্পিয়ন হওয়ার থেকে প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ হবে। আমরা তো অনুশীলনের খুব বেশি সুবিধা পাই না, প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি না। সেই হিসেবে আমার মনে হয় ভালো প্রস্তুতি হবে।


'টি-টুয়েন্টিটা খুব ছোট ফরম্যাটে করছি খুব অল্প সময়ের মধ্যে যদি হয় হবে, প্রিমিয়ার লীগের আগেই হবে। খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ হবে তাও কিন্তু না। তারপরও যেই কয়টা ম্যাচ খেলার সুযোগ হবে, সবার জন্য একটা প্রস্তুতি, ক্লাব গুলোর জন্যও দেখা, কোচদের জন্য নতুন প্লেয়ারদেরকে দেখার সুযোগ থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball