আমাদের হারানোর কিছু নেইঃ সুজন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। সুতরাং শেষ ওয়ানডেটি অনেকটা নিয়ম রক্ষার বলে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন তাই এই ম্যাচ থেকে হারানোর কিছু দেখছেন না। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য থাকা উচিৎ যতটা সম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলা। সুজন বলেছেন,

'শেষ ওয়ানডেতে যেহেতু আমরা হেরেছি এবং সিরিজ খুইয়ে ফেলেছি, এখন আর আমাদের কিছু হারানোর নেই। আমরা আমাদের যতটুকু ভালো ক্রিকেট খেলতে পারি সেটা সবচেয়ে বড় বিষয়।'
কিউইদের বিপক্ষে দুই ম্যাচের একটিতেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ দলের টপ অর্ডার। কিন্তু মিডল এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা দলকে এনে দিয়েছিলেন মাঝারি পুঁজি। এখান থেকে তাই ইতিবাচক দিক খুঁজেছেন সুজন। সাবেক এই অধিনায়কের ভাষায়,
'আমাদের টপ অর্ডার দুইটি ম্যাচেই ভালো করেনি, এটা হতেই পারে। তবে আমরা মিডল অর্ডারে যেভাবে কামব্যাক করেছি সেটাও ইতিবাচক। তবে অবশ্যই ঘুরে দাঁড়ানোটা জরুরী।'
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সেরা দল নির্বাচন করতে বেশ গলদঘর্ম হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে একজন অতিরিক্ত বোলারকে খেলানো উচিৎ, মতামত সুজনের। তিনি বলেছেন,
'আমার মনে হয় সাকিব না থাকাতে যা হয়, দলের ব্যাল্যান্স করতে একটু কঠিন হয়। আমাদের তো ওই মানের অলরাউন্ডার সত্যি কথা কমই। তারপরও আমি যদি একটা কম ব্যাটসম্যান নিয়ে খেলবেন সেটাও একটা ঝুঁকি হয়। তারপরও আমি একটা বোলার কম দেখি। দেখা যাক ম্যানেজমেন্ট যেটা ভালো করে সেটাই করবে।'