promotional_ad

'মাশরাফির জন্য ডিপিএল খেলা গুরুত্বপূর্ণ'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট থেকে সুবিধা পাবেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুধু মাত্র এক ফরম্যাট খেলা মাশরাফির জন্য বিশ্বকাপের আগে খেলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের।


নিউজিল্যান্ড সফরে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে অংশ নিতে পারবে। তবে নিউজিল্যান্ড সিরিজের পর কিছুদিন বিশ্রাম নিয়ে মাঠে নামবেন মাশরাফি।



promotional_ad

আবাহনীর হয়ে শুরুর দিকের বেশ কিছু ম্যাচ খেলবেন না তিনি। তবুও আবাহনীর জন্য মাশরাফির গুরুত্ব অপরিসীম। গত আসরে আবাহনীকে ডিপিএল চ্যাম্পিয়ন করা মাশরাফির ফিটনেস ও ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে তাঁকে সেই অনুযায়ী ব্যবহার করার কথা চিন্তা করছে দলটি। আবাহনী কোচ সুজনের বক্তব্য,


'অবশ্যই আমার মনে হয় প্রিমিয়ার লীগে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট হয়। মাশরাফি সবসময় প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটার। ওর জন্য তো অবশ্যই প্রয়োজনীয়। যতটুকু ওকে বিশ্রাম দিয়ে... এটাও মাথায় রাখতে হবে। আমাদের বিশ্বকাপও অনেক গুরুত্বপূর্ণ। মাশরাফি যতটুকু খেলে... আন্তরিকতা দিয়ে খেলে।


'ওর ১০ তারিখ পর্যন্ত একটা বিশ্রাম আছে, আমরা সেটা জানিও। সে যদি আবাহনীর দুই-তিনটা ম্যাচ মিস করে, তারপর মাশরাফি আবাহনীর জন্য অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দেয়ার মত দারুণ একটা ছেলে। তার নেতৃত্বে আবাহনী গতবারের চ্যাম্পিয়ন। অবশ্যই মাশরাফির জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে আবাহনীর জন্যও গুরুত্বপূর্ণ।'



মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আয়ারল্যান্ডে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে। মে মাসের শুরু থেকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফিরা। তার আগে ডিপিএল নিয়ে ব্যস্ত থাকবে মাশরাফিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball