ভুল স্বীকার করলেন সাব্বির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ভুল স্বীকার করেছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। কিউইদের কাছে টানা দুটি ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়ে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসেছে সফরকারী বাংলাদেশ।
দুই ম্যাচেই দলের টপ অর্ডার ব্যাটসম্যানেরা হতাশ করেছেন পুরোপুরি। নিদারুণ এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাব্বির জানিয়েছেন ভুল কিছু শট খেলার কারণেই ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকতে হচ্ছে তাদের। নিজেদের ভুলগুলো স্বীকার করে তিনি বলেছেন,

'আসলে কোনো সমস্যা নেই। আমি কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি।'
এই ভুল শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রবণতা ভুগিয়েই চলেছে বাংলাদেশ দলকে। এরপরেও আশার বাণী শোনালেন সাব্বির। এই বিষয়ের পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে তিনি বলেছেন, 'আশা করি এটার পুনরাবৃত্তি হবে না। পরের ম্যাচ থেকে আশা করি ভালো করব।'
নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারছে না ক্রিকেটাররা, এই বিষয়টিও মানতে নারাজ সাব্বির। তবে পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে না পারাটা ব্যর্থতার একটি বড় কারণ, মানছেন তিনি। সাব্বিরের ভাষ্যমতে,
'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা না। সবই ঠিক আছে। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না। যদি কাজে লাগাতে পারি সামনে ভালো ক্রিকেট খেলব। পরের ম্যাচে হোয়াইটওয়াশ ঠেকিয়ে চেষ্টা করব ব্যবধানটা ২-১ করতে।'