গাপটিলের টানা দ্বিতীয় শতক, সিরিজ খোয়ালো বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে ৮ উইকেটের বড় পরাজয়ের পর এবার ক্রাইস্টচার্চেও একই ব্যবধানে হারতে হলো সফরকারী বাংলাদেশকে। আর এরই সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খুইয়ে বসেছে মাশরাফি বিন মর্তুজার দল।
এদিন শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে ২ বল হাতে রেখে ২২৭ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করতে পেরেছিলেন মোহাম্মদ মিঠুন। ২২৮ রানের মামুলি লক্ষ্যে পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ওপেনার মার্টিন গাপটিলের শতকে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৬.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
প্রথম ওয়ানডেতে শতক তুলে নেয়ার পর আজকের ম্যাচেও শতকের দেখা পেয়েছেন গাপটিল। মুস্তাফিজুর রহমানের ২৯তম ওভারের পঞ্চম বলে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দেয়ার আগে ৮৮ বলে ১১৮ রান করেন তিনি। ৪টি ছয় এবং ১৪টি চারের সাহায্যে এই ইনিংস খেলেন কিউই ওপেনার। গাপটিলের পাশাপাশি দারুণ খেলেছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ৮৬ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তাঁর সাথে অপরাজিত ছিলেন রস টেইলর (২১)।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অবশ্য ৪৫ রানের মাথায় প্রথম উইকেটটি হারিয়েছিলো কিউইরা। ওপেনার হেনরি নিকোলসকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজ। ইনিংসের অষ্টম ওভারে ফিজকে পুল করতে গিয়ে ১৪ রান করে লিটনের তালুবন্দি হন নিকোলস।
এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে রানের চাকা সচল রাখেন গাপটিল। দ্বিতীয় উইকেটে গড়েন ১৪৩ রানের বিশাল একটি জুটি। একই সাথে কিউই ওপেনার টানা দ্বিতীয় শতকও তুলে নেন। শেষ পর্যন্ত মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে দলীয় ১৮৮ রানের সময় আউট হন গাপটিল। পরবর্তীতে উইলিয়ামসন এবং রস টেইলরের ব্যাটে আর উইকেট না হারিয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। কিন্তু ব্যাট করতে নেমে গত ম্যাচের মতো আজও ব্যর্থতার পরিচয় দেন টপ অর্ডার ব্যাটসম্যানরা।

শুরুর দিকে উইকেটে টিকে থাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু ধৈর্য ধরে না খেলে ট্রেন্ট বোল্টকে ইনিংসের চতুর্থ ওভারেই এগিয়ে এসে মারতে গিয়ে লকি ফাগুসনের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। ৪ বলে ১ রান করে ফেরেন তিনি।
লিটন বিদায় নেয়ার খানিক পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্যাট করতে নামলে ইনিংসের সপ্তম ওভারে ম্যাট হেনরির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম ইকবাল। ৫ রান আসে তাঁর ব্যাট থেকে। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো পেয়েছিলেন সৌম্য।
১৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের জন্য ক্রিজে থেকে লড়াই করে যাচ্ছিলেন সৌম্য এবং মুশফিক। কিন্তু ব্যক্তিগত ২২ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে রস টেইলরকে ক্যাচ দিয়ে বসেন তিনি। সৌম্য বিদায় নেয়ার পরের ওভারে লকি ফারগুসনের বলে স্লিপে রস টেইলরের হাতে ১৪ রানে জীবন পান ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিকুর রহিম।
মুশফিকের ক্যাচ ছাড়ার পর লকি ফারগুসনের পরের ওভারে স্লিপে মোহাম্মদ মিঠুনের ক্যাচ ফেলেন টেইলর। জোড়া জীবন পেয়েও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও ইনসাইড এজে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
এর খানিক পর বোলিংয়ে আসা টড অ্যাস্টলকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন রিয়াদ। ৯৩ রানে ৫ উইকেট হারালেও সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মিঠুন। মুশফিক জীবন পেয়ে কাজে না লাগাতে পারলেও সুযোগ হাতছাড়া করেন নি তিনি।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েন তিনি। ফিফটি তুলে নেয়ার আগে অবশ্য হামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মিঠুন, যেকারণে দৌড়াতে পাড়ছিলেন না ঠিক ভাবে।
তাই বড় শট খেলেই রান তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বেশী হাত খুলে খেলতে গিয়ে টড অ্যাস্টলকে উইকেট ছুঁড়ে দেন তিনি। ৫৭ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর ক্রিজে নেমে সাব্বিরকে খানিকক্ষণ সঙ্গ দিলেও জিমি নিশামকে ব্যক্তিগত ১৬ রানে উইকেট বিলিয়ে দেন মেহেদি হাসান মিরাজ।
৭ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে ভালো স্কোর এনে দেয়ার জন্য ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাব্বির এবং সাইফুদ্দিন। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে সাব্বিরকে এবং ১০ রাএ সাইফুদ্দিনকে বিদায় করেন লকি ফারগুসন।
শেষের দিকে অধিনায়ক মাশরাফি সঙ্গী মুস্তাফিজকে নিয়ে স্কোরবোর্ডে অল্প কিছু রান যোগ করলেও ৪৯.৪ বলে ২২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। কিউইদেড় পক্ষে লকি ফারগুসন নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২২৬/ ১০ (৪৯.৪ ওভার) (মিঠুন- ৫৭, সাব্বির- ৪৩*) (ফার্গুসন- ৩/৪৩)
নিউজিল্যান্ডঃ ২২৯/২ (৩৬.১ ওভার) (গাপটিল-১১৮, উইলিয়ামসন- ৬৫*) (মুস্তাফিজ-২/৩০)
ফলাফলঃ নিউজিল্যান্ড ৮ উইকেটে বিজয়ী