প্রাপ্তির খাতায় মিঠুনের ইনিংস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হলেও ধারাবাহিক ব্যাটিং করতে সক্ষম হয়েছেন টাইগারদের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। টানা ব্যর্থতার মাঝেও বাংলাদেশের প্রাপ্তির খাতায় এখন পর্যন্ত মিঠুনের ইনিংস দুটি জাজ্বল্যমান রয়েছে।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে দলের বিপর্যয়ে অনেকটা একাই হাল ধরেন তিনি। একই সাথে দলকে ২২৬ রানের মাঝারি পুঁজি এনে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন মিঠুন।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাই অধিনায়ক মাশরাফি এই বিষয়টিকেই তুলে ধরেছেন ইতিবাচক দিক হিসেবে। বলেছেন, 'এটি বেশ কঠিন একটি দিন ছিলো। উইকেট টানা হারানোর পরও মুশফিক সেট হয়ে গিয়েছিলো। মিঠুন রান করে গিয়েছে, এটি ইতিবাচক একটি দিক।'
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানেরা এদিনও হতাশ করেছেন দলকে। উপরের সারির তিন ব্যাটসম্যান তামিম, লিটন এবং সৌম্যর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৫, ১ এবং ২২ রান। এখানেই মূল সমস্যাটি দেখছেন মাশরাফি। একটি দল হিসেবে খেলার যে প্রয়োজনীয়তা সেটি ভালোই উপলব্ধি করছেন তিনি। তাঁর ভাষায়,
'আমি মনে করি আমাদের টপ অর্ডারে আরও বেশি রান করা উচিৎ ছিলো। আমাদের একটি গ্রুপ হিসেবে খেলতে হবে। দুই ম্যাচেই আমরা ২৩০ এর মতো করেছি, কিন্তু আমাদের ২৭০-২৮০ রান করতে হবে। আমাদের ৩০-৪০ রানের জুটির বদলে ৬০-৭০ রানের বড় জুটি গড়া দরকার। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং সেরাটা দিতে পারবো।'
উল্লেখ্য এরই মধ্যে ২-০ ব্যবধানে কিউইদের কাছে সিরিজ খুইয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর এই ম্যাচেও কিউইদের কাছে দাঁড়াতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। তবে নেপিয়ারে ৬২ রানের ইনিংস খেলার পর ক্রাইস্টচার্চে ৫৭ রান করে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন মোহাম্মদ মিঠুন।