promotional_ad

নির্দেশনা ছাড়াই খেলতে নেমেছিলেন নিকোলস-গাপটিল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নেপিয়ারে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৩৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস। দারুণ এই জুটির পেছনে যদিও কোনো পূর্ব নির্দেশনা কিংবা পরিকল্পনা ছিলো না তাঁদের। উইকেটে টিকে থাকাই লক্ষ্য ছিলো দুই কিউইর।


ক্রাইস্টচার্চে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে গাপটিলের সাথে জুটি গড়া নিয়ে নিকোলস জানিয়েছেন ২৩০ রানের লক্ষ্য আশা করেছিলেন তারা। কিউই এই ওপেনার বলেছেন,  



promotional_ad

'আসলে এমন খেলার পেছনে তেমন কোনও নির্দেশনা ছিলো না। আমি এবং মার্টিন আগের রাতে আলোচনা করছিলাম যে আমরা ২৩০ রান তাড়া করবো। আমরা জানতাম যে যদি উইকেটে টিকে থাকতে পারি এবং উইকেট হাতে রাখতে পারি সেটি অনেক গুরুত্বপূর্ণ হবে।'


সবমিলিয়ে নিজেদের ব্যাটিংয়ের গতিপথ ঠিক রেখে খেলাটা ছিলো গাপটিল এবং নিকোলসের মূল উদ্দেশ্য। নিকোলসের ভাষ্যমতে, 'এই লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করার থেকেও যেটি বেশি গুরুত্বপূর্ণ ছিলো সেটি হলো আমাদের সবমিলিয়ে গতিপথ ঠিক রেখে খেলা।'


এই ম্যাচের প্রথম ১০ ওভার বেশ দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন দুই কিউই ওপেনার। ১০ ওভারে রান করেছিলেন ৪২। দেখে শুনে খেলে ধীরে ধীরে বাড়িয়েছেন জুটির পরিধি। একই সাথে খারাপ বল মেরে খেলার পাশাপাশি ঝুঁকি নেয়া থেকেও বিরত ছিলেন তাঁরা।



নিকোলস বলেছেন, 'প্রথম ১০ ওভারে দেখেশুনে খেলাটাই প্রয়োজন ছিলো। আমার কাছে মনে হয় উইকেটের সাথে মানিয়ে নেয়া এবং যতটা সম্ভব দ্রুত পরিস্থিতি বুঝে ব্যাট করা দরকার।' 


উল্লেখ্য শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে মরিয়া সফরকারীরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball