পুরনো দলেই থাকছেন ইমরুল-রনিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গাজি গ্রুপ ক্রিকেটার্সে থাকছেন মেহেদি হাসান, আবু হায়দার রনি এবং ইমরুল কায়েস। দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি দলটির অধিনায়ক হিসেবে থাকবেন সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দ্বিতীয় শিরোপা জেতানো ইমরুল কায়েস।
ডিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগেই সর্বোচ্চ তিন ক্রিকেটারের রিটেইনশন লিস্ট জমা দেয়ার কথা ক্লাব গুলোর।
গাজি গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভাষায়, 'আগামী ডিপিএলের জন্য তিনজনকে রিটেইন করছি আমরা। ইমরুল, মেহেদি এবং আবু হায়দার রনি আছে আমাদের রিটেইনশন লিস্টে।'

সদ্য সমাপ্ত বিপিএলে এই তিন ক্রিকেটার এক সাথেই খেলেছেন কুমিল্লার হয়ে। সেই দলেও কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।
পুরো আসরেই এই তিন ক্রিকেটারকে পাওয়ার আশা করছে ক্লাবটি। কারণ ইমরুল কায়েস এবং আবু হায়দার রনি নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দলে নেই।
টেস্ট স্কোয়াডে ইমরুলকে বিবেচনা করা হলেও সেটা এখনও নিশ্চিত নয়। তাই পুরো আসরেই তাঁকে পেতে পারে গাজি গ্রুপ।
গত আসরে গাজি গ্রুপ ক্রিকেটার্সের স্কোয়াডঃ
ইমরুল কায়েস (আইকন), আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক, রাসেল আল মামুন, মমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান ও আবু হায়দার।