ভিন্ন এক দ্বিশতকের অপেক্ষায় মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভিন্ন এক দ্বিশতকের দারপ্রান্তে আছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এই ম্যাচ দিয়েই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

মুশফিকের আগে প্রথম বাংলাদেশি হিসেবে দুইশত ওয়ানডের মাইলফলকে পা রেখেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ২০৩ টি ম্যাচ খেলেছেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি এবং মুশফিকের পর দেশের হয়ে সবথেকে বেশি ওয়ানডে খেলার তালিকায় আছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ১৯৫টি ম্যাচ খেলেছেন তিনি।
তালিকায় এরপর যথাক্রমে আছেন তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টাইগার ওপেনার তামিম ১৮৭টি ও আশরাফুল খেলেছেন ১৭৭টি ম্যাচ।
এরপরের স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের হয়ে মোট ১৬৯টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার।
উল্লেখ্য মাইলফলকের দারপ্রান্তে থাকা মুশফিক এখন পরজন্ত ১৯৯ টি ওয়ানডেতে ৩৪.৭৪ গড়ে ৫৩৫১ রান সংগ্রহ করেছেন। যেখানে তার রয়েছে ৬টি শতক এবং ৩২টি অর্ধশতক।