'ভ্রমণ ক্লান্তি হারের কারণ'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রাইস্টচার্চে প্রস্তুতি ম্যাচ খেলার পরে প্রথম ওয়ানডের ঠিক আগেরদিন নেপিয়ারে পৌঁছেছিল বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম ওয়ানডেতে সেভাবে মনোনিবেশ করতে পারেনি টাইগাররা, মনে করছেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
প্রথম ওয়ানডে আট উইকেটে হেরে ইতিমধ্যে ক্রাইস্টচার্চে ফিরে গিয়েছে বাংলাদেশ। তবে এবার বিশ্রামের সুযোগ থাকায় ভ্রমন ক্লান্তি ভর করবে না ক্রিকেটারদের ওপর, মনে করছেন পাইলট। ক্রিকফ্রেঞ্জিকে তিনি জানিয়েছেন,
'আমরা আমাদের শেষ ম্যাচটি হেরে গিয়েছি এর একটি কারণ হচ্ছে আমরা ভ্রমণ ক্লান্তিতে ভুগছিলাম। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আমরা নিতে পারিনি।

'এখন আমাদের যথেষ্ট সময় আছে নিজেদের তৈরি করার এবং বিশ্রাম নেওয়ার। এখন আমরা ভালো ফলাফল আশা করতেই পারি।'
আগামীকাল শুক্রবার ক্রাইস্টচার্চে অনুশীলন সারবে বাংলাদেশ। এরপরে শনিবার দিন (১৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে তাঁরা।
তারপর বুধবার (২০ ফেব্রুয়ারি) ডুনেডিনে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।