রাজশাহী কোচের প্রতি কৃতজ্ঞ ইভান্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের সর্বশেষ আসরের শুরুর দিকে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। এরপরেও তাঁর ওপর আস্থা রেখে সুযোগ দিয়েছিলেন কিংসদের দক্ষিণ আফ্রিকান কোচ ল্যান্স ক্লুজনার।
আর তাঁর সেই আস্থার প্রতিদান ঠিকই দিতে পেরেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৩তম ম্যাচে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এরপর সিলেট সিক্সার্সের বিপক্ষে ৩৮তম ম্যাচে খেলেন ৩৬ বলে ৭৬ রানের আরেকটি ক্যামিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লুজনারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইভান্স তাই বলেছেন,
'আমি এটি মোটেই প্রত্যাশা করিনি। আমি রান করতে পারছিলাম না। কিন্তু কোচ আমার উপর বিশ্বাস রেখে আমাকে সুযোগ দিয়েছিলেন এবং আমি ভালো করি। তার জন্য আমি আস্থার প্রতিদান দিতে চেয়েছিলাম।'
ঢাকার উইকেটে ব্যাটিং করা যে কতটা কঠিন সেটিও তুলে ধরেছেন ইভান্স। জানিয়েছেন এই উইকেটে ব্যাটসম্যানদের রান পেতে কঠোর পরিশ্রম করতে হয়। ইংলিশ এই ব্যাটসম্যানের ভাষ্যমতে,
'ঢাকার উইকেট বেশ কঠিন এবং অধারাবাহিক। সেখানে অনেক স্পিন থাকে এবং ব্যাটসম্যানরা বেশ সংগ্রাম করে রান পেতে। আমি ফর্মে ছিলাম না এবং আমাকে সেখান থেকে উঠে আসতে হতো।'
উল্লেখ্য কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে মোট ৩৩৯ রান করেছেন কিংসদের ইংলিশ রিক্রুট ইভান্স। আসরের প্রথম শতকটিও এসেছে তাঁর ব্যাট থেকে। তবে প্রথম ৫ ম্যাচে মাত্র ১৩ রান করেছিলেন তিনি।