promotional_ad

নেতাদের বিশ্বকাপের টিকেট কিনছে বিসিবি!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেপন্ডেন্ট ||


ক্রিকেট কর্তা ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের খুশি রাখতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছ থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের টিকেট কিনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বোর্ড সভায় চড়া মূল্যে টিকেট কেনার প্রস্তাব রাখা হয়। 


দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদন থেকে জানা গেছে, টিকেট কেনার জন্য ইসিবিকে দুই লাখ পাঁচ হাজার ৬৯১ পাউন্ড অর্থাৎ দুই কোটি ২২ লাখ টাকা দিতে হবে। মোটা অংকের টাকা হওয়া সত্ত্বেও অনুমোদন দিতে বেশি সময় নেয় নি পরিচালনা পর্ষদ।


বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর জন্য বিষয়টি নতুন নয়। এর আগেও বিসিবি চড়া মূল্যে ইসিবির কাছ থেকে আইসিসি ইভেন্টের টিকেট কিনেছে। 



promotional_ad

এই ইস্যুতে বলেছেন, 'বিশ্বকাপের টিকিট কেনার বিষয়ে বোর্ডের নীতিগত অনুমোদন আছে। বিসিবি যেহেতু ন্যাশনাল বোর্ড, বোর্ডের কাছে অনেকেই টিকিট চাইতে পারে। এটাই স্বাভাবিক। বোর্ডের কাছে চাইবেই। কারণ বোর্ডই টিকিটের সোর্স।’


বিসিবি ২০১৭ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির টিকিটও এভাবে কিনেছিল। ইসিবির কাছ থেকে প্রায় সাত গুণ দামে ৩৫ লাখ ৩৩ হাজার টাকার টিকিট কিনেছিল বিসিবি।


ক্রিকেট কর্তা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের টিকেটের ব্যবস্থা করতে হচ্ছে বিসিবিকে। আগাম চাহিদা মেটানো এবং ভবিষ্যতের জন্য টিকেট জমা রাখতেই এত বড় অংকের টিকেট কেনা।


বিসিবি প্রধান নির্বাহীর ভাষায়, ‘প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ মিলিয়ে বিসিবির অধীনে ক্লাবই আছে ৭২টি। তাদেরও টিকিট প্রাপ্য। এখন প্রতিটি ক্লাবকে একটি করে টিকিট দিলেও তো ৭২টি। ইংল্যান্ডে টিকিটের যে দাম, তাতে এর মূল্যও কম নয়!’



‘রাজনৈতিক চাপই শুধু নয়। বাংলাদেশের ক্রিকেট এখন যে পর্যায়ে গিয়েছে, অনেকেই আমাদের দলের খেলা দেখতে আগ্রহী। যাদের ইংল্যান্ডে যাওয়ার সামর্থ্য আছে, তারা সবাই খেলা দেখতে চাইবে। কেউ যখন খেলা দেখতে যাবে বলে সিদ্ধান্ত নেয়, তখন বোর্ডকেই অবলম্বন ভাবে। 


তখন ভাবে, ‘বোর্ডের মাধ্যমেই চেষ্টা করে দেখি।’ সেটিই হয়তো হবে।’’ সেটি হবে ধরে নেওয়াই সোয়া ২ কোটি টাকার টিকিট কেনার সিদ্ধান্তের প্রভাবক, ‘পরে যাতে টিকিটের চাপটা সামাল দেওয়া যায়, সেজন্যই আগেভাগে কিনে রাখার চিন্তা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball