promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রেরণা নিবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। বল হাতে নিউজিল্যান্ড শুরুতে সেবার ৪ উইকেট তুলে নিলেও সাকিব-রিয়াদের সেঞ্চুরিতে অসাধারণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস মনে করছেন সেই জয় বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে আর নিউজিল্যান্ডও চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই হারের প্রতিশোধ হিসেবে ভালো কিছু করতে। 


বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেছেন রোডস। গেল চ্যাম্পিয়ন্স ট্রফি দু দলের জন্যই অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। রোডস জানান,


promotional_ad

'চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি অনেকেই মনে করিয়ে দেয়। সেখান থেকে অবশ্যই আত্মবিশ্বাস পাচ্ছি আমরা। আমি এটাও নিশ্চিত যে প্রতিপক্ষ দলও এখান থেকে অনুপ্রেরণা নিবে। সেই ম্যাচে হার তাঁদেরকে উৎসাহ দিবে ওয়ানডে সিরিজে।' 


সেই সঙ্গে বাংলাদেশের স্কোয়াড অনেক অভিজ্ঞ। দলের খেলোয়াড়দের মাঝে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যেহেতু সামনে বিশ্বকাপ তাই বিদেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজগুলো দলের ক্রিকেটারদের উপকার করবে বলে মনে করেন রোডস।  


নিউজিল্যান্ডের মাটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মাশরাফিরা। সেই সঙ্গে দলের অনেক সিনিয়র ক্রিকেটার আছেন যারা এর আগেও নিউজিল্যান্ডে খেলে গিয়েছেন। তাই তাঁদের অভিজ্ঞতা এই সিরিজে কাজে আসবে বলে মনে করেন এই ইংলিশম্যান। রোডসের ভাষায়, 


'আমাদের যে স্কোয়াড আছে তা অনেক অভিজ্ঞ। সামনে যেহেতু বিশ্বকাপ, বাইরের মাটিতে অনুষ্ঠিত সিরিজগুলো অনেক কাজে আসবে আমাদের। বিশ্বকাপে এমন সব সিরিজের অভিজ্ঞতা অনেক কাজে আসবে।


'নিউজিল্যান্ডে এসেছি অবশ্যই ভালো কিছু করার প্রত্যয় নিয়ে। আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। দলের অনেকেই আছে এখানে এই নিয়ে দ্বিতীয় বা তৃতীয় বারের মত এসেছে, তাঁদের সেই অভিজ্ঞতা এই সিরিজে কাজে আসবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball