কিউইদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান দলে না থাকলে একাদশ সাজাতে বরাবরই হিমসিম খেতে হয় বাংলাদেশ দলকে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অলরাউন্ডারের জায়গায় তখন দুইজনকে খেলাতে হয় বাংলাদেশকে।
ব্যাটসম্যান হিসেবে একজনকে আর বোলার হিসেবে আরেকজনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব নেই, তাই পুরো সিরিজ জুড়েই তাঁর ঘাটতি বয়ে বেড়াবে টাইগাররা। বুধবার সকাল ৭টায় সিরিজের প্রথম ওয়ানডেতে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
প্রথম ওয়ানডেতে চিরপরিচিত টপ অর্ডার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনালে দুর্দান্ত ১৪১ রানের ইনিংস খেলা তামিম ইকবাল থাকবেন ওপেনিংয়ে। বাঁহাতি-ডানহাতি ব্যাটসম্যানের কম্বিশনের কারণে লিটন দাস হবেন তাঁর ওপেনিং সঙ্গী।

তিন নম্বরে দায়িত্ব পালন করবেন সৌম্য সরকার। এবারের বিপিএলে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে তাঁর ব্যাটের দিকে চেয়ে থাকবে টাইগাররা। চার নম্বরে নিজের প্রিয় পজিশনে ব্যাট করবেন মুশফিক। সেই সঙ্গে দলে উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন তিনি।
যেহেতু সাকিব নেই, তাই তাঁর জায়গায় পাঁচ নম্বরে খেলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। অথবা মোহাম্মদ মিথুনকে পাঁচ নম্বরের দায়িত্ব দিয়ে রিয়াদ খেলতে পারেন ছয় নম্বরে। একাদশে যদি বাড়তি পেস বোলিং অলরাউন্ডার খেলাতে হয় তাহলে মিথুনের জায়গায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেক্ষেত্রে রিয়াদ খেলবেন পাঁচ নম্বরেই।
লোয়ার অর্ডারে সাব্বির রহমান থাকবেন সাত নম্বরে নিজেকে প্রমােণের জন্য। তিন পেসার এক স্পিনার নিয়ে মাঠে নামলে ৮ নম্বরে থাকবেন মেহেদি হাসান মিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এরপর একাদশে তিন পেসার হিসেবে থাকবেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। চতুর্থ পেস বোলার হিসেবে সাইফুদ্দিন খেললে সাব্বির রহমান উঠে যাবেন ছয়ে আর সাইফুদ্দিন খেলবেন ৭ নম্বরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন/মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।