শীঘ্রই হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ অনেকদিন ধরেই দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। দু’দেশের রাজনৈতিক সম্পর্ক এতটাই খারাপ যে, ক্রিকেট এখন আর যথেষ্ট নয় দু’দেশের সম্পর্কের বরফ গলাতে। ভারত-পাকিস্তানের মধ্যে অচিরেই কোনো সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিসিবির সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান।
সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন অনেক বড় চ্যালেঞ্জ তাদের জন্য। সেই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড সব রকমের চেষ্টা করছে। তবে দ্রত দুই দলের মধ্যে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি।

'এটা একটি বিশাল চ্যালেঞ্জ। আমি মনে করিনা দ্রুত এর কোনো সমাধান হবে। ভারতে নির্বাচন চলছে। আমি মনে করে অচিরেই কিছু ঘটছে না। কিন্তু আমরা চেষ্টা করছি এবং এহসান (পিসিবি সভাপতি) চেষ্টা করছেন তাদের সাথে এক টেবিলে আলোচনার জন্য।'
দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য ভারতের কাছে অনেকদিন থেকেই আবদার করছে পাকিস্তান। তবে, পাকিস্তানের চাওয়াকে পাত্তা দিচ্ছে না ভারত। এবার পাকিস্তান চায় ভারতের কাছ থেকে সিরিজের আমন্ত্রণ পেতে।
'আমরা তাদেরকে বলছি খেলার জন্য কিন্তু, এখন এমন একটা পরিস্থিতি হোক তারা আমদের খেলার জন্য বলুক। আমি মনে করি আমাদের এটা করা উচিত। এটা দুঃখের বিষয় যে আমরা তাদের বিপক্ষে খেলছি না কিন্তু জীবন চলছে, পৃথিবী চলছে।'
ভারতে সিরিজ খেলার জন্য আজীবন অপেক্ষা করতে পারবেন না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন ওয়াসিম খান। পাকিস্তানের ক্রিকেটের উন্নতিই তাদের প্রধাণ লক্ষ্য সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
'আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ভারতে খেলার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করতে পারব না। আমাদের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি এবং আমাদের দল ও খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করা।'